For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উপসর্গহীন করোনা সংক্রমণ বাড়ছে উহানে, দানা বাঁধছে নতুন আশঙ্কা

উপসর্গহীন করোনা সংক্রমণ বাড়ছে উহানে, দানা বাঁধছে নতুন আশঙ্কা

Google Oneindia Bengali News

করোনা সংক্রমণ নতুন করে ফিরে এসেছে উহানে। আতঙ্কে ফের উহানের বাসিন্দাদে প্রয়োজন ছাড়া বাইরে বেরতে নিষেধ করা হয়েছে। প্রায় ৯ সপ্তাহ লকডাইন থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছিল করোনা ভাইরাস। কিন্তু হত কয়েকদিনে নতুন করে কয়েকজনের শরীরে করোনা সংক্রমণ দেখা দিেয়ছে। তাতে আগাম সাবধানতা হতে ফের উহানের বাসিন্দাদের ঘরে থাকার অনুরোধ জানিয়েছে জিনপিং প্রশাসন।

ফের সংক্রমণ উহানে

ফের সংক্রমণ উহানে

নতুন করে সংক্রমণ শুরু হয়েছে উহানে। কোনও রকম উপসর্গ ছিল না তাঁদের শরীরে। কিন্তু শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। প্রায় ১০৭৫ এরকম উপসর্গহীন রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে উহানের বিভিন্ন হাসপালে ভর্তি হয়েছেন। তাতেই উদ্বেগ বেড়েছে প্রশাসনের

ঘরে থাকার নির্দেশ

ঘরে থাকার নির্দেশ

নতুন করে করোনা সংক্রমণ ছড়াতে শুরু করেছে বুঝতে পেরেই ফের উহানের বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরতে নিষেধ করা হয়েছে। প্রায় ৯ মাস লকডাউন থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছিল উহান। খুলেছিল পশুবাজারও।

সকলের করোনা পরীক্ষা

সকলের করোনা পরীক্ষা

পরিস্থিতি মোকাবিলায় উহানের ১১ মিলিয়ন বাসিন্দার করোনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়ে জিনপিং প্রশাসন। এতে আগে থেকে সতর্ক হওয়া যাবে বলে জানানো হয়েছে। এদিকে গোটা বিশ্বে মারাত্মক হারে ছড়াতে শুরু করেছে করোনা ভাইরাস। সংক্রামিত হয়েছে ২০০টি দেশ। সবতেটে খারাপ অবস্থা আমেরিকা, ইতালি এবং স্পেনের।

করোনা ভাইরাসের সম্ভাব্য প্রতিষেধক বের করার পথে আমেরিকাকরোনা ভাইরাসের সম্ভাব্য প্রতিষেধক বের করার পথে আমেরিকা

English summary
Coronavirus infection again raised in Wuhan, stay at home says administration
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X