For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসের প্রবল দংশনে বিশ্বে দারিদ্রতার পরিস্থিতি ভয়ঙ্কর দিকে যাচ্ছে! একনজরে পরিসংখ্যান

  • |
Google Oneindia Bengali News

বিশ্ব জুড়ে এই মুহূর্তে করোনার জেরে প্রবল দংশন দেখা দিয়েছে। স্বাস্থ্য় ক্ষেত্রে যেমন পরিস্থিতি খুবই খারাপ, তেমনই আর্থিক দিক থেকেও পরিস্থিতি ভয়াবহ দিকে যাচ্ছে। এদিকে, বেশ কয়েকটি তথ্য় বলছে, যেদিকে আর্থিক মন্দা যাচ্ছে, তাতে বিশ্বজুড়ে বহু মানুষ করোনার জেরে দরিদ্র থেকে দরিদ্রতর হয়ে উঠবে।

 ১ বিলিয়নের মতো দরিদ্র হওয়ার পরিস্থিতি

১ বিলিয়নের মতো দরিদ্র হওয়ার পরিস্থিতি

১ বিলিয়নের মতো মানুষ গোটা বিশ্বে করোনার জেরে প্রবলভাবে আক্রান্ত হতে চলেছেন। এঁরা করোনার জেরে স্বাস্থ্যগতভাবে করোনার জেরে আক্রান্ত না হলেও, আর্থিকভাবে পিছিয়ে পড়ছেন। ফলে ১.১ বিলিয়ন মানুষ করোনার জেরে চরম দারিদ্রতায় ভুগতে চলেছেন।

 দারিদ্রতা বলতে কী বলছে?

দারিদ্রতা বলতে কী বলছে?

দারিদ্রতা নিয়ে যে তথ্য উঠে এসেছে , তাতে দেখা যাচ্ছে, ১. ৯০ মার্কিন ডলার বা তার থেকেও কম যাঁদের আয় তাঁদের সংখ্যা অনেকটাই বেড়ে যাবে আগামী দিনে। ফলে ক্ষুধার্ত মানুষের সংখ্যা আরও বাড়বে আগামী দিনে বলে মনে করা হচ্ছে।

 মানুষের ন্যূনতম আয় কত হতে পারে?

মানুষের ন্যূনতম আয় কত হতে পারে?

বিশ্বব্যাঙ্ক মনে করছে, মানুষের ন্যূনতম আয় ১.৯০ মার্কিন ডলারের থেকে কমে যাবে অনেকটাই। মধ্যবিত্রের রোজগার ৫.৫০ মার্কিন জলার হিসাবে যে দেশগুলিতে রয়েছে , সেখানেও দারিদ্রতার হাল প্রবল খারাপের দিকে যাবে।

এই দারিদ্রতা কবে গিয়ে ঠিক হবে?

এই দারিদ্রতা কবে গিয়ে ঠিক হবে?

মনে করা হচ্ছে, এই দারিদ্রতার হার ২০ থেকে ৩০ বছর বাদে গিয়ে সঠিক পর্যায়ে আসবে। রাষ্ট্রসংঘ সেক্ষেত্রে সমস্যায় পড়বে নিজের নির্ধারিত লক্ষ্য পূরণে।

 প্রবল খারাপ পরিস্থিতি দক্ষিণ এশিয়ায়!

প্রবল খারাপ পরিস্থিতি দক্ষিণ এশিয়ায়!

দারিদ্রতার জেরে দক্ষিণ এশিয়ার একাধিক দেশ প্রবল ক্ষতির মুখে পড়তে পারে। এরপরেই রয়েছে সাহ সাহারান আফ্রিকায় পরিস্থিতি খারাপ হতে চলেছে।

সারদা সহ ১০২টি চিট ফান্ড দুর্নীতির বিরুদ্ধে কেস নথিভুক্ত করার সিদ্ধান্ত সিবিআইয়েরসারদা সহ ১০২টি চিট ফান্ড দুর্নীতির বিরুদ্ধে কেস নথিভুক্ত করার সিদ্ধান্ত সিবিআইয়ের

English summary
Coronavirus cases see number of extreme poor rise to 1.1 billion in the whole world
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X