For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনের আওতায় লাদাখের অংশ! হু-এর প্রকাশিত ভারতের মানচিত্র ঘিরে তোলপাড়

  • |
Google Oneindia Bengali News

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই বার্তা দিয়েছিলেন যে চিনের সঙ্গে বিশ্বস্বাস্থ্য সংস্থার যোগ অনেক বেশি গাঢ়। বিশ্বস্বাস্থ্য সংস্থা হু চিনের প্রতি পক্ষপাতিত্ব করছে বলেও হুঙ্কার দিয়েছিলেন বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশের রাষ্ট্রনেতা। এবার ভারতের অংশ লাদাখের একাধিক জায়গা চিনের আওতায় বলে দাবি করছে হু-এর নয়া মানচিত্র। আর সেই মানচিত্র ঘিরে শুরু হয়েছে তোলপাড়।

হু-এর ওয়েবাইট ঘিরে তোলপাড়

হু-এর ওয়েবাইট ঘিরে তোলপাড়

বিশ্বস্বাস্থ্য সংস্থা হুয়ের ওয়েবসাইটে দেখা গিয়েছে লাদাখ (যাকে আকসাই চিনও বলা হয়) তা ভারতের অংশে নেই। লাদাখের একাধিক জায়গাকে চিনের প্রশাসনের আওতায় রেখেছে হ-এর ওয়েবসাইটের মানচিত্র।

আর কী লক্ষ্য করা যাচ্ছে?

আর কী লক্ষ্য করা যাচ্ছে?

দেখা গিয়েছে, সেই মানচিত্রে লাদাখ বাদে ভারতের বাকি অংশের রঙ আলাদা , আর চিনের মানচিত্রের রঙে রাঙিয়ে নেওয়া হয়েছে লাদাখকে। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের একটা বড় অংশকে পাকিস্তানের অংশ বলেও দাবি করা হয়েছে এই মানচিত্রে। উল্লেখ্য, পাকিস্তান অধিকৃত কাশ্মীর ঘিরে বিতর্ক রয়েছে, তাকে পাকিস্তানের অংশ বলে মানতে চায়না ভারত। সেই অংশকে পাকিস্তানের ভূখণ্ড হিসাবে দেখিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।

অরুণাচল্রদেশ নিয়ে বিতর্ক

অরুণাচল্রদেশ নিয়ে বিতর্ক

এর আগে, চলতি মাসের শুরুতেই অরুণাচলপ্রদেশের বেশ কিছু অংশকে নিজের সীমনার আওতায় বলে দাবি করেছে চিন। যা ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। এদিকে, রাষ্ট্রসংঘের আওতায় থাকা হু কীভাবে রাষ্ট্রসংঘের নিয়ম ভেঙে এমন বিতর্কিত মানচিত্র প্রকাশ্যে আনতে পারে তা নিয়ে চলছে দ্বন্দ্ব।

চিনের মানচিত্র ও বিতর্ক

চিনের মানচিত্র ও বিতর্ক

চিনের মানচিত্র 'স্কাই ম্যাপ' এর ১৯৮৯ সালের মানচিত্র অনুযায়ী তৈরি। রাশিয়া ও মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে সীমান্ত বিষয়ে সমঝোতার পর এই মানচিত্র তৈরি হয়।তবে ১৯৮৯ সালের সেই মানচিত্র আপাতত পাল্টেছে স্কাই ম্যাপ। আর তারপরেই হু এর ওয়েবা সাইটে এই বিতর্কিত ছবি ধরা পড়ে।

English summary
Controversy over WHO map, which shows parts of Ladakh as Chinese territory
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X