For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কন্টেনার সঙ্কটের জেরে বড়সড় ধাক্কা গোটা বিশ্বের খাদ্য বাণিজ্যে! আমদানি-রফতানিতে বাড়ছে সমস্যা

কন্টেনার সঙ্কটের জেরে বড়সড় ধাক্কা গোটা বিশ্বের খাদ্য বাণিজ্যে! আমদানি-রফতানিতে বাড়ছে সমস্যা

  • |
Google Oneindia Bengali News

করোনা সঙ্কটের জেরে জোর ধাক্কা খেয়েছে গোটা বিশ্বের বাণিজ্য ব্যবসাই। এমনকী খাদ্যবস্তু আমদানি-রফতানিতেও সমস্যার মুখে পড়েছে একাধিক। এশিয়া হোক বা ইউরোপ, বিশ্বের সর্বত্রই চিত্রটা কমবেশি এক। এমতাবস্থায় কন্টেনার সঙ্কটের বড়সড় ধাক্কা খাচ্ছে গোটা বিশ্বের খাদ্য বাণিজ্য। যার ফলে লাগাম ছাড়া দাম বাড়ছে খাদ্য সামগ্রীর।

কন্টেনার সঙ্কটের জেরে বড়সড় ধাক্কা গোটা বিশ্বের খাদ্য বাণিজ্যে! আমদানি-রফতানিতে বাড়ছে সমস্যা

সম্প্রতি এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় আইএম-এক্স গ্লোবালের লজিস্টিক প্রধান স্টিভ ক্রানিগকে।তাঁর কথায়, এই বিশ্বজোড়া সঙ্কটের ফলে প্রয়োজনের সময়ে মানুষ তার দরকারি পণ্য পাচ্ছেন না। উল্টে বেড়ে যাচ্ছে দাম। এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আরও বলেন, “ আমাদের এক সহযোগী সংস্থা থাইল্যান্ড থেকে লস অ্যাঞ্জেলসে প্রতি সপ্তাহে ৮ থেকে ১০ টা চাল বোঝাই কন্টেনার পাঠাতো। কিন্তু বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ২ থেকে তিনটিতে।”

এদিকে এক দেশ থেকে অন্যদ দেশে পণ্য পরিবহনে সর্বদাই দ্বিমুখী লেনদেনের উপর জোর দিয়ে থাকেন ব্যবসায়ীরা। কিন্তু বর্তমান সমস্যার জেরে ধাক্কা খাচ্ছে গোটা ব্যবস্থাই। এমনকী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিনি উত্পাদক দেশ হিসাবে সুখ্যাতি রয়েছে ভারতের। কিন্তু বর্তমান সমস্যার জেরে গত জানুয়ারিতে ভারত মাত্র ৭০ হাজার মেট্রিক টন চিনি সরবরাহে সমর্থ হয়েছে। একই অবস্থা বিশ্বের বৃহত্তম কফি উত্পাদক দেশ হিসাবে পরিচিত ভিয়েতনামেরও। এই সমস্যার জেরে গত নভেম্বর ডিসেম্বরে তাদের রফতানিতে প্রায় ২০ শতাংশ পারাপতন দেখতে পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে।

কল্পবিজ্ঞান নয়! পালং শাককে হাতিয়ার করে পাঠানো যাচ্ছে ইমেল, নয়া আবিষ্কার বিজ্ঞানীদের কল্পবিজ্ঞান নয়! পালং শাককে হাতিয়ার করে পাঠানো যাচ্ছে ইমেল, নয়া আবিষ্কার বিজ্ঞানীদের

English summary
whole world in the container crisis, rising import-export prices
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X