For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনের সংস্থার ৭ কোটি টাকা আর্থিক অনুদান ভারতের কোভিড লড়াইয়ে! সংঘাতের আবহে নয়া চাঞ্চল্য

চিনের সংস্থার ৭ কোটি টাকা আর্থিক অনুদান ভারতের কোভিড লড়াইয়ে! সংঘাতের আবহে নয়া চাঞ্চল্য

  • |
Google Oneindia Bengali News

টেলিকম দুনিয়ার সঙ্গে জড়িত সংস্থা হুয়াওয়ে। চিনের এই সংস্থা কয়েকদিন ধরে খবরের শিরোনাম কাডছে। যেখানে গোটা দেশে চিনা পণ্য বর্জনের ডাক শুরু হয়ে গিয়েছে, সেখানে চিনের মোবাইল প্রস্তুতকারক এই সংস্থা পি এম কেয়ার্স ফান্ডে ৭ কোটি টাকা অনুদান দিয়েছে।

 চিনের সংস্থার ৭ কোটি টাকা আর্থিক অনুদান ভারতের কোভিড লড়াইয়ে! সংঘাতের আবহে নয়া চাঞ্চল্য

এখানেই শেষ নয়। শুধুমাত্র আর্থিক অনুদান যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে গিয়েছে তা নয়, বিভিন্ন রাজ্যের ত্রাণ তহবিলেও আর্থিক সাহায্য দিয়েছে হুয়াওয়ে। হুয়াওয়ের তরফে জানানো হয়েছে, ভারতে কোভিড মোকাবিলায় তারা তথ্য প্রযুক্তির দিক থেকেও সাহায্যের আশ্বাস নিয়ে এগিয়ে এসেছে।

ভারতের বিভিন্ন জায়গার প্রশাসনের সঙ্গে তারা জোট বেঁধে কোভিড মোকাবিলায় কাজ করবে বলে স্থির করেছে হুয়াওয়ে। সংস্থার ফাইভ ডি থার্মাল মনিটারিং, কন্টাজিওন মনিটারিং সহ একাধিক প্রযুক্তিগত পদ্ধতি ভারতের করোনা মোকাবিলায় সাহায্য করবে বলে দাবি সংস্থার।

এদিকে হুওয়াওয়ে যখন করোনা মোকাবিলায় ভারতে উল্লেখযোগ্য পদক্ষেপের দিকে এগোচ্ছে, তখনই পূর্ব লাদাখে চিন -ভারত সংঘাত শুরু হয়। এমন পরিস্থিতিতে গোটা দেশ চিনের বিরুদ্ধে ক্ষুব্ধ। চিনের পণ্য বাতিলের ডাক দেওয়া হয়েছে ভারতে।

 লাদাখ সংঘাতের আগেই সীমান্তে মার্শাল আর্ট যোদ্ধা মাতায়েন শুরু করে চিন!কীভাবে ঘুঁটি সাজিয়েছে বেজিং লাদাখ সংঘাতের আগেই সীমান্তে মার্শাল আর্ট যোদ্ধা মাতায়েন শুরু করে চিন!কীভাবে ঘুঁটি সাজিয়েছে বেজিং

English summary
Chinese Firm Huawei Conributes 7 crore to PM care fund
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X