For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের করোনা সংক্রমণ বাড়ছে চিনে? উহানের ১ কোটি বাসিন্দার করোনা পরীক্ষার সিদ্ধান্তে উঠছে প্রশ্ন

ফের করোনা সংক্রমণ বাড়ছে চিনে? উহানের ১ কোটি বাসিন্দার করোনা পরীক্ষার সিদ্ধান্তে উঠছে প্রশ্ন

Google Oneindia Bengali News

চিনের উহান থেকেই প্রথম করোনার সংক্রমণ ছড়িয়েছিল সারা বিশ্বে। এরপর সেখানে লকডাউন জারি হয়। আর সম্প্রতি সেখানে লকডাউন উঠেছে। কিন্তু, কয়েকদিন আগে সেখানে নতুন করে সংক্রমণের খবর সামনে আসে। তারপরই শহরের প্রত্যেক বাসিন্দার করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উহানে ১ কোটি ১০ লক্ষ মানুষের বাস

উহানে ১ কোটি ১০ লক্ষ মানুষের বাস

উহানে ১ কোটি ১০ লক্ষ মানুষের বাস। আর তাদের প্রত্যেকেরই করোনা পরীক্ষা করা হবে বলে সরকারি গণমাধ্যমে জানানো হয়েছে। ১০ দিনের এই পরীক্ষার পরিকল্পনা জমা দেওয়ার জন্য প্রতিটি জেলা প্রশাসনকেই বলা হয়েছে।

পরীক্ষা কোথায় কোথায় হবে?

পরীক্ষা কোথায় কোথায় হবে?

প্রতিটি জেলা তাদের জনসংখ্যা অনুযায়ী এই পরিকল্পনা জমা দেবে। এই পরীক্ষাকে দশ দিনের যুদ্ধ বলে সরকারের তরফে উল্লেখ করা হয়েছে। পরীক্ষার ক্ষেত্রে বয়স্ক এবং ঘনবসতি পূর্ণ এলাকাকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানানো হয়েছে সরকারের তরফে।

কী বলছেন চিনের স্বাস্থ্য আধিকারিকরা

কী বলছেন চিনের স্বাস্থ্য আধিকারিকরা

যদিও স্বাস্থ্য আধিকারিকরা বলছেন, প্রত্যেকের করোনা পরীক্ষা করাটা যথেষ্ট ব্যয়সাপেক্ষ। তবে ঝোংনান হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটের ডিরেক্টর পেং ঝিয়ং বলেন, পরীক্ষাটা মূলত স্বাস্থ্যকর্মী ও যাঁরা কোরোনা আক্রান্তদের সংস্পর্শে এসেছেন তাঁদেরই করা হবে।

আসলে কতজনের করোনা পরীক্ষা?

আসলে কতজনের করোনা পরীক্ষা?

এদিকে উহান বিশ্ববিদ্যালয়ের আর এক ডিরেক্টর এই বিষয়ে বলেন, শহরের ৩০ থেকে ৫০ লক্ষ বাসিন্দার ইতিমধ্যে পরীক্ষা করা হয়েছে। তাই ১০ দিনে অবশিষ্ট ৬০ লক্ষ থেকে ৮০ লক্ষ বাসিন্দার করোনা পরীক্ষা সম্ভব।

চিনের করোনা পরিস্থিতি কেমন?

চিনের করোনা পরিস্থিতি কেমন?

কয়েকদিন আগে নতুন করে ছ'জনের আক্রান্ত হওয়ার খবর সামনে আসতেই প্রত্যেকের পরীক্ষার প্রয়োজন হয়ে পড়ে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার পর্যন্ত চিনে করোনা আক্রান্ত কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজারেরও বেশি। মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৭ জনের।

ধেয়ে আসছে নিম্নচাপ! আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়, সতর্কবার্তা হাওয়া অফিসেরধেয়ে আসছে নিম্নচাপ! আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়, সতর্কবার্তা হাওয়া অফিসের

English summary
China to conduct coronavirus test on 11 million residents of wuhan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X