For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী যাওয়ার আগেই ঘটলো বিস্ফোরণ, নেপালে ভারতের তৈরি প্রকল্পে নাশকতায় প্রশ্ন

রবিবার সকালে পূর্ব-নেপালের একটি নির্মিয়মাণ জলবিদ্যুৎ প্রকল্পের অফিসে একটি বোমা ফেটে প্রকল্প এলাকার ভালরকম ক্ষতি হয়েছে। প্রকল্পটি ভারতের সহায়তায় হচ্ছে।

  • By Amartya Lahiri
  • |
Google Oneindia Bengali News

রবিবার সকালে পূর্ব নেপালের একটি নির্মিয়মাণ জলবিদ্যুৎ প্রকল্পের অফিসে একটি বোমা ফেটে প্রকল্প এলাকার ভালরকম ক্ষতি হয়েছে। প্রকল্পটি ভারতের সহায়তায় তৈরি হচ্ছে। কয়েক সপ্তাহ পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকল্পটি উদ্বোধন করার কথা ছিল।

মোদী যাওয়ার আগেই ঘটলো বিস্ফোরণ


অরুন থ্রি নামে ৯০০ মেগাওয়াট ক্ষমতার ওই জলবিদ্যুৎ কেন্দ্রটি তৈরি হচ্ছে কাঠমান্ডু থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরের তুমলিংঙ্গাতার এলাকায়। এদিনের বিস্ফারণে মূল প্রকল্পের তেমন ক্ষতি না হলেও প্রকল্প এলাকার প্রাচীরের ব্য়পক ক্ষতি হয়েছে। একথা জানিয়েছেন সঙ্খুয়াসাভার জেলার প্রধান আধিকারিক শিবরাজ জোশী।
২০২০ সালের মধ্য়ে প্রকল্পটি চালু হওয়ার কথা। আগামী ১১ মে নেপালে সফরে ভারতের প্রধানমন্ত্রী মোদী প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা। ঠিক তার আগেই বিস্ফোরণটি ঘটায় বিভিন্ন জল্পনা তৈরি হয়েছে। কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে? কী তাদের উদ্দেশ্য় ছিল? এ সব খতিয়ে দেখছে নেপাল পুলিশ। শিবরাজ জোশী জানান, বিস্ফোরণে কারোর হতাহতের খবর নেই। এখনও কেউ এই বিস্ফোরণের দায়ও স্বীকার করেনি।
২০১৪ সালের ২৫ নভেম্বর নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী সুশীল কৈরালা ও ভারতের প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে অরুণ-থ্রি প্রকল্প গড়ার জন্য় ভারতের রাষ্ট্রায়ত্ত সাতলুজ জল বিদ্যুৎ নিগম (এসজেভিএন)-এর সঙ্গে প্রোজেক্ট ডেভেলপমেন্ট চুক্তি (পিডিএ) হয়েছিল। তবে ইদানিংকালে ভারতের প্রতি ক্ষোভ বেড়েছে নেপালে। গত ১৭ এপ্রিল বিরাটনগরে ভারতীয় দূতাবাসের কাছেই ঘরোয়া প্রযুক্তির একটি 'প্রেসারকুকার বোমা' বিস্ফোরণ হয়। এদিনের ঘটনায় নেপালে ভারতীয় স্থাপনায় গত একমাসে দু'দুটি বিস্ফারণের ঘটনা ঘটল।

English summary
A bomb exploded on Sunday at the office of a hydroelectricity project being developed with Indian assistance in eastern Nepal, an official said, weeks before its inauguration by Prime Minister Narendra Modi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X