For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ -এই পৃথিবীতে বড় আঘাত আসার সম্ভাবনা! মহাজাগতিক কোন ঘটনা ঘিরে হইচই

মাঝে মাত্র রয়েছে আর কয়েকটা দিন! আর মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা 'নাসা'র দাবি,আগামী মাসেই সম্ভবত পৃথিবীতে আঘাত আনতে চলেছে অ্যাস্ট্রারয়েড 2006QQ23।

  • |
Google Oneindia Bengali News

মাঝে মাত্র রয়েছে আর কয়েকটা দিন! আর মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা 'নাসা'র দাবি, আগামী মাসেই সম্ভবত পৃথিবীতে আঘাত আনতে চলেছে অ্যাস্ট্রারয়েড 2006QQ23। এর আগে শোনা গিয়েছিল, সেপ্টেম্বরে অপর এক অ্যাস্ট্রারয়েড আঘাত হানতে পারে, তবে তা পরে নস্যাৎ করে দেয় নাসা। তাতে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, তবে তারপরবর্তী পর্যায়ে যেভাবে সাম্প্রতিক অ্যাস্ট্রারয়েডের হানার খবর আসতে শুরু করেছে তাতে চিন্তার ভাঁজ বাড়ছে জ্যোর্তিবিজ্ঞানীদের।

কবে ঘটতে পারে এমন ঘটনা?

কবে ঘটতে পারে এমন ঘটনা?

CNEOS অনুযায়ী , ২০০৬ QQ23নামের এই অ্যাস্ট্রারয়েড বা গ্রহাণুটি আগামী ১০ অগাস্ট পৃথিবীর পাশ দিয়ে এগিয়ে যাবে। সেই সময়ে এই গ্রহাণু ধাক্কা মারতে পারে পৃথিবীকে। বিজ্ঞানীরা এই গ্রহাণুকে 'হ্যাজারডাস' বলেও দাবি করেছেন। সেই দিন পৃথিবীর কক্ষপথ থেকে ১৮৭০ ফুট উপরে থাকবে এই গ্রহাণু।

গ্রহাণুর আকার-আয়তন

গ্রহাণুর আকার-আয়তন

বিজ্ঞানীদের দাবি ৬৬ ফুটের চেয়েও বড় এই গ্রহাণু 'বিপত্তি'র আরেক নাম । শেষ বার রাশির আকাশের কাছাকাছি ২০১৩ সাল শেলিয়াবিংস নামের গ্রহাণু এসে গিয়েছিল। যার আকার ছিল ৬৬ ফুট।

কিন্তু আদৌ কি চিন্তার কারণ রয়েছে?

কিন্তু আদৌ কি চিন্তার কারণ রয়েছে?

প্রায় গত কয়েকমাসেই মাসেই শোনা গিয়েছে, কোনও না কোনও গ্রাহণু পৃথিবীর কাছ দিয়ে যাচ্ছে। আর তাতেই আশঙ্কা তৈরি হয় পৃথিবীতে আঘাত আসার। তবে বেশির ভাগ ক্ষেত্রেই মহাকাশের মধ্যেই ধেয়ে আসার সময় গ্রহাণুগুলি ধ্বংস হয়ে পুড়ে ছাই হয়ে যায়। এমনই দাবি বিশেষজ্ঞদের। ফলে গ্রহাণু ধেয়ে আসার ঘটনায় আশঙ্কা ব্যাপকভাবে কিছু থাকেনা বলে দাবি করছেন তাঁরা।

English summary
Asteroids 2006QQ23 might Hit Earth Next Month .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X