For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অ্যামাজন, ফ্লিপকার্টে বড়সড় 'ছাড়' আসন্ন! ব্যবসায়িক নীতিতে দুটি সংস্থার লড়াই তুঙ্গে

অ্যামাজন, ফ্লিপকার্টে বড়সড় 'ছাড়' আসন্ন! ব্যবসায়িক নীতিতে দুটি সংস্থার লড়াই তুঙ্গে

  • |
Google Oneindia Bengali News

রাত পোহালেই গ্রাহকদের মন জয় করে অ্যামাজন ও ফ্লিপকার্টে বড়সড় ছাড় আসন্ন। এহার ব্যবসায়িক নীতিতে মাত করতে বাণিজ্যিক টি ২০ এ র ময়দানে দুটি তাবড় সংস্থা। করোনার বাজারেও অ্যামাজন ওয়ালমার্টের অধীন ফ্লিপকার্ট বাজার দখলে এতাগ্রতা নিয়ে এগোচ্ছে। সেল-এর এই ২ টি দিনকে 'প্রাইম ডে" বলে আখ্যা দিয়েছে অ্যামাজন।

 অ্যামাজনের সেল কতদিন?

অ্যামাজনের সেল কতদিন?

জানা গিয়েছে অ্যামাজনের সেল ২ দিন ধরে চলবে। আসন্ন উৎসবের মরশুমকে বাণিজ্যের জন্য চাঙ্গা করতেই অ্যামাজনের এমন পদক্ষেপ।

 ফ্লিপকার্টের সেল

ফ্লিপকার্টের সেল

অ্যামাজন যেখানে ২ দিনের 'সেল' রেখেছে, সেখানে ফ্লিপকার্ট একধাপ এগিয়ে ৪ দিনের সেল রেখেছে। ইলেকট্রনিক জিনিস থেকে হালফিলের ফ্যাশনের একাধিক জিনিস কেনার জন্য এই ৪ দিন গ্রাহকদের বড় সুযোগ।

 সামনে কোন চ্যালেঞ্জ

সামনে কোন চ্যালেঞ্জ

দুটি সংস্থার সামনেই ওয়ার্কিং ক্যাপিটাল সংক্রান্ত ঋণ বড় চ্যালেঞ্জ। যা এই মহামারীর কালে দুটি সংস্থাকেই বিপাকে ফেলেছে। আর এই আর্থিক দিক সংক্রান্ত ক্ষেত্রেই কোনও সংস্থা অন্য সংস্থার থেকে পিছিয়ে থাকতে চাইছে না।

১৫ অগাস্ট ও বাণিজ্যনীতি

১৫ অগাস্ট ও বাণিজ্যনীতি

উল্লেখ্য, সাধারণত ভারতে ১৫ অগাস্ট থেকে কেনাকাটার হার বাড়ে। তবে এবার তা কতটা বাড়বে, তা আগামী কয়েকদিন বুঝিয়ে দেবে বলে দাবি বহু বিশেষজ্ঞের। সমস্ত বাণিজ্য বিশেষজ্ঞরাই চাইছেন যে অনলাইনের এই সেল থেকে মুনাফা হোক। তাতে বাজার চাঙ্গা হবে।

সঙ্কটের মাঝেও আশার আলো! ভারতে বাড়ছে করোনায় সুস্থতার হার, কমছে মৃতের সংখ্যা সঙ্কটের মাঝেও আশার আলো! ভারতে বাড়ছে করোনায় সুস্থতার হার, কমছে মৃতের সংখ্যা

English summary
Amazon, Flipkart gears up for T20 sale beginning 6 th August
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X