For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইমরানের নয়া তুরুপের তাস ! 'সন্ত্রাসবাদী' হিসাবে ৪ ভারতীয়কে চিহ্নিত করতে চরম গেমপ্ল্যানে পাকিস্তান

একের পর এক পাকিস্তানি নাগরিক এযাবৎকালে 'আন্তর্জাতিক সন্ত্রাসবাদী' তকমায় পেয়েছে।

  • |
Google Oneindia Bengali News

একের পর এক পাকিস্তানি নাগরিক এযাবৎকালে 'আন্তর্জাতিক সন্ত্রাসবাদী' তকমায় পেয়েছে। জইশ প্রধান মাসুদ আজহার থেকে শুরু করে লস্কর প্রধান হাফিজ সইদের মতো সন্ত্রাসবাদীরা এই মুহূর্তে বিশ্বের তাবড় দেশের বিষ নজরে রয়েছে। যার জেরে আন্তর্জাতিক আঙিনায় ক্রমাগত কোণঠাসা হয়ে যাচ্ছে ইসলামাবাদ। শুধু তাই নয়, পাকিস্তানে সন্ত্রাসবাদীদের আর্থিক মদত নিয়েও FATF এর মতো সংস্থার রক্তচক্ষু দেখেছে ইমরান সরকার। এই সমস্ত পর্বের পর এবার রাষ্ট্রসংঘের মঞ্চে আঁটোসাটো গেমপ্ল্যান নিয়ে নামছে পাকিস্তান।

 'ইটের বদলে পাটকেল' নীতিতে পাকিস্তান!

'ইটের বদলে পাটকেল' নীতিতে পাকিস্তান!

রাষ্ট্রসংঘের নিরাপত্তা বিষয়ক কাউন্সিলের '১২৬৭ অল কায়দা স্যাংশন কমিটি' এর কাছে এবার ৪ জন ভারতীয়কে'সন্ত্রাসবাদী ' তকমায় ভূষিত করার জন্য কোমর বেঁধে নামছে ইমরান সরকার। এর আগে, রাষ্ট্রসংঘে ভারতের তরফে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-এ-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে 'আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ' ঘোষণা করার জন্য আবেদন করা হয়। যে বিষয়ে সম্মতি জানায় রাষ্ট্রসংঘ। আর সেই ঘটনার বদলা নিতে এবার ভারতের বিরুদ্ধে চরম গেমপ্ল্যান সাজিয়েছে ইমরান সরকার।

কোন দেশকে পাশে পাচ্ছে পাকিস্তান?

কোন দেশকে পাশে পাচ্ছে পাকিস্তান?

পাকিস্তান ভারতের বিরুদ্ধে এই চরম তোপ দাগার জন্য আন্তর্জাতিক আঙিনায় পাশে পাচ্ছে চিনকে। পাকিস্তানে 'সব মরশুমের বন্ধু' চিন ৪ জন ভারতীয়কে 'জঙ্গি' ঘোষণার উদ্যোগে সামিল হচ্ছে বলে জানা গিয়েছে। এর আগে , পাক জঙ্গি আজহারকে বিশ্ব সন্ত্রাসবাদী তকমা দিতে ভারত পাশে পেয়েছিল ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রকে। এবার তারই 'জবাব' চিনকে সঙ্গে নিয়ে দিতে চাইছে পাকিস্তান।

কিভাবে ব্লুপ্রিন্ট সাজিয়েছে ইসলামাবাদ?

কিভাবে ব্লুপ্রিন্ট সাজিয়েছে ইসলামাবাদ?

গত সপ্তাহ থেকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা বিষয়ক কাউন্সিলে ২ ভারতীয়কে সন্ত্রাসবাদী তকমা দেওয়ার জন্য উদ্যোগ নিতে শুরু করেছে। এই খবর এসে পৌঁছে গিয়েছে দিল্লির সাউথ ব্লকে। জানা গিয়েছে, পাকিস্তানের পেশোয়ার ও বালোচিস্তানে দুটি ভিন্ন বিস্ফোরণের জেরে দুই ভারতীয়কে কাঠগড়ায় দাঁড় করিয়েছে ইসলামাবাদ। আর বিস্ফোরণের নেপথ্যে তারাই রয়েছে বলে এফাইআর দায়ের করেছে পাকিস্তান ।

 কারা থাকতে পারে পাকিস্তানের পেশ করা জঙ্গি তালিকায়?

কারা থাকতে পারে পাকিস্তানের পেশ করা জঙ্গি তালিকায়?

যে ৪ জনের নাম পাকিস্তান দিতে চলেছে রাষ্ট্রসংঘকে তাদের মধ্যে অনেকেই ছিল অফগানিস্তানে। ৪ জনই ভারতীয় নিরাপত্তা এজেন্সি দ্বারা আফগানিস্তান থেকে মুক্তি পেয়েছিল বলে জানা গিয়েছে। এদের মধ্যে রয়েছে একজন অন্ধ্রের অধিবাসী আপ্পাজি আঙ্গারা। সে কাবুলে তথ্য প্রযুক্তি কর্মী হিসাবে কর্মরত ছিল। যাকে লাহোরের একটি বিস্ফোরণের ষড়যন্ত্রকারী বলে অভিযোগ তুলে পাকিস্তানের জেরে আটকে রাখা হয়েছে। তার বিরুদ্ধে জঙ্গি হিসাবে মামলা দায়ের হয়েছে পাকিস্তানে

আফগানিস্তান ও ভারতীয় নিরাপত্তা বাহিনী

আফগানিস্তান ও ভারতীয় নিরাপত্তা বাহিনী

ওড়িশার বি. কম গ্র্যাজুয়েট গোবিন্দ পট্টনায়ককেও অভিযুক্তের তালিকার মধ্যে রখেছে পাকিস্তান। ৫৪ বছরের পট্টনায়কের বিরুদ্ধে সিরাজ রাইসানির ওপর জঙ্গি হামলার অভিযোগ এনেছে পাকিস্তান। পাকিস্তানের দাবি পট্টনায়ক একজন ভারতীয় সন্ত্রাসবাদী। প্রসঙ্গত, পট্টনায়ক আফগানিস্তানে কর্মরত ছিল। ফোনিক্স কনসাল্টিং সার্ভিসেস নামের এক সংস্থার প্রেসিডেন্ট পট্টনায়কের বিরুদ্ধে বালুচিস্তানের রাজনীতিবিদ রাইসানিকে হত্যার অভিযোগ এনেছে ইমরান সরকার।

English summary
Along with China Pakistan tries to put 4 Indians on UN terror list.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X