For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৪১ কিলোমিটার বেগে বছরের সবথেকে শক্তিশালী ঝড় ধেয়ে আসছে, কোনদিকে অভিমুখ

বছরের সবথেকে শক্তিশালী ঝড় ধেয়ে আসছে প্রবল গতিতে। ক্রমেই শক্তি বাড়াচ্ছে ওই সুপার টাইফুন হিন্নামনর। সম্প্রতি অভিমুখ বদল করতে চলেছে প্রবল ঝড়টি। এই অসময়ে দানব ঝড়ের মুখে পড়তে চলেছে কোন দেশ?

Google Oneindia Bengali News

বছরের সবথেকে শক্তিশালী ঝড় ধেয়ে আসছে প্রবল গতিতে। ক্রমেই শক্তি বাড়াচ্ছে ওই সুপার টাইফুন হিন্নামনর। সম্প্রতি অভিমুখ বদল করতে চলেছে প্রবল ঝড়টি। এই অসময়ে দানব ঝড়ের মুখে পড়তে চলেছে কোন কোন দেশ? এবার ভারতের প্রতিবেশী চিনের দিক থেকে তা ঘুরে গিয়েছে জাপানের দিকে। ঝড়ের গতিবেগ শুনেই কাঁপছে জাপান উপকূল।

সুপার টাইফুন হিন্নামনর গতি বাড়চ্ছে

সুপার টাইফুন হিন্নামনর গতি বাড়চ্ছে

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, সুপার টাইফুন হিন্নামনর উপকূলে আছড়ে পড়বে ঘণ্টায় ২৪১ কিলোমিটার গতিবেগে। তা আরও শক্তি বাড়াতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। ঝড়টি সর্বোচ্চ ঘণ্টায় ২৫৭ কিলোমিটার থেকে ৩১৪ কিলোমিটার গতিবেগেও ধেয়ে আসতে পারে। দক্ষিণ-পশ্চিম জাপানের ওকিনাওয়ারের উপর হানা দিতে পারে ওই সুপার টাইফুন হিন্নামনর।

সুপার টাইফুন ধ্বংসযজ্ঞ চালাতে পারে কোন কোন দেশে

সুপার টাইফুন ধ্বংসযজ্ঞ চালাতে পারে কোন কোন দেশে

আবহবিদরা মনে করছে, এই সুপার টাইফুন ধ্বংসযজ্ঞ চালাতে পারে জাপান, দক্ষিণ কোরিয়া ও চিনের উপকূলবর্তী এলাকায়। প্রশান্ত মহাসাগার থেকে শক্তি বাড়াচ্ছে সুপার টাইফুন হিন্নামনর। এর ফলে শুধু প্রবল ঝড় বইবে তা নয়, বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। পাকিস্তান ভয়াবহ বন্যা পরিস্থিতির পর চিন, জাপান ও দক্ষিণ কোরিয়া ভয়াবহ দুর্যোগের সম্মুখীন হতে পারে।

কোন দিকে মোড় নেবে সুপার টাইফুন

কোন দিকে মোড় নেবে সুপার টাইফুন

সুপার টাইফুন হিন্নামনর যত উপকূলের দিকে ধেয়ে আসছে, ততই জাপান ও দক্ষিণ কোরিয়ার দ্বীপগুলি সংকটের মুখে পড়ে যাচ্ছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে ওকিনাওয়া থেকে দক্ষিণ দিকে মোড় নেবে সুপার টাইফুন। এই ঝড়টি যত পথ অতিক্রম করবে, ততই শক্তি হারাতে থাকবে। সুপার টাইফুন হিন্নামনরের ফলে সবথেকে বেশি প্রভাবিত হবে তাইপেই ও সাংহাই। বৃহস্পতিবার ওকিনাওয়া উপকূলে অবস্থান করেছিল। শুক্রবার তা দক্ষিণ দিকে বেঁকে গিয়েছে।

ঝড়ের নামের ভেদাভেদ উৎসস্থলের তারতম্যে

ঝড়ের নামের ভেদাভেদ উৎসস্থলের তারতম্যে

মার্কিন যৌথ টাইফুন সতর্কীকরণ কেন্দ্র সুপার টাইফুন শব্দটি তৈরি করেছে। এটি এমন একটি ঝড়ে যা ঘণ্টায় কমপক্ষে ২৪০ কিলোমিটার বেগে প্রবাহিত হয়। এটি আটলান্টিত অববাহিকায় ক্যাটাগরি ফোর বা ক্যাটাগরি ফাইভ হ্যারিকেনের সমতুল্য। উত্তর আটলান্টিক, মধ্য-উত্তর প্রশান্ত মহাসাগর বা পূর্ব-উত্তর প্রশান্ত মহাসাগরের উপর কোনও ঝড় তৈরি হলে তাকে হ্যারিকেন বলা হয়। আর উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরের উপর তৈরি ঝড়কে বলা হয় টাইফুন। উত্তর ভারত মহাসাগরের তৈরি ঝড়কে বলা হয় সাইক্লোন

৫০ ফুটের ঢেউ আছড়ে পড়বে উপকূলে

৫০ ফুটের ঢেউ আছড়ে পড়বে উপকূলে

সুপার টাইফুন হিন্নামনরের ফলে প্রশান্ত মহাসাগর ও চিন সাগর উত্তাল হবে। এই ঝড়ের ফলে বিশালাকার ঢেউ আছড়ে পড়বে উপকূলে। আবহবিদরা জানিয়েছেন ঢেউয়ের উচ্চতা হতে পারে ৫০ ফুট। টাইফুন হিন্নমনর দীর্ঘ সময় ধরে সমুদ্রের উপর শক্তিশালী থাকবে। সপ্তাহের শেষের দিকে সুপার টাইফুন হিন্নামনর প্রিফেকচারের মূল দ্বীপে আছড়ে পড়বে। শুক্রবারই তা প্রিফেকচার অতিক্রম করে যাবে। আগামী সপ্তাহে তা কোরীয় উপদ্বীপে পৌঁছে যাবে। এটি তাইওয়ান ও চিনের মূল ভূখণ্ডও অতিক্রম করবে।

English summary
A terrible storm super typhoon Hinnamanar like Super cyclone rushes over Pacific Ocean in speed of 241 kmph.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X