For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দৈত্যাকার কুমড়োকে ডিঙি বানিয়ে পুকুরে ভাসলেন কৃষক, ভাইরাল ভিডিও

দৈত্যাকার কুমড়োকে ডিঙি বানিয়ে পুকুরে ভাসলেন কৃষক, ভাইরাল ভিডিও

Google Oneindia Bengali News

একটি কুমড়োর ওজন ৪১২.৭ কেজি। নিজের জমিতে ফলানো এই দৈত্যাকার কুমড়ো নিয়ে কী করবেন বুঝে উঠতে না পেরে শেষে একটি মজার উপায় বের করে ফেলেন টেনেসির এক কৃষক। সেটিকে ডিঙি বা কায়াক বানিয়ে নিজেই ভাসলেন পুকুরে। কৃষকের স্ত্রীর স্বামীর এই কীর্তির ছবি এবং ভিডিও ফেসবুকে আপলোড করতেই ভাইরাল হয়ে যায়।

দৈত্যাকার কুমড়োকে ডিঙি বানিয়ে পুকুরে ভাসলেন কৃষক, ভাইরাল ভিডিও

দৈত্যাকার কুমড়োর ডিঙি

টেনেসির কৃষক জাস্টিনের এই কীর্তি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওয় দেখা গিয়েছে জাস্টিন দিব্য দৈত্যাকার কুমড়োর মধ্যে বসে হাল বাইছেন আর তরতর করে এগিয়ে চলছে সেই কুমড়োর আকৃতির কায়াক। এটা তৈরি করার জন্য কুমড়োর ভেতরের সম মালমশলা বের করে পরিষ্কার করে নিয়েছিলেন তিনি। তাতে অনেকটাই হাল্কা হয়ে গিয়েছিল সেটি। তারপরে আর জলে ভাসতে অসুবিধা হয়নি। মজার ছলে করা জাস্টিনের এই কীর্তি যে ফেসবুকে ভাইরাল হয়ে যাবে সেটা কল্পনাও করতে পারেননি তাঁরা।

কুমড়োর ডিঙি উল্টেও গিয়েছে ভারে

প্রথমে দিব্য চললেও একটু অ্যাডভেঞ্চার করার লোভ সামলাতে পারেননি জাস্টিন। সেটা করতে গিয়েই ঘটেছে বিপত্তি। কুমড়োর কায়াকে দাঁড়িয়ে ছবি তুলতে গিয়েছিলেন তিনি। সেই ভার নিতে পারেনি কুমড়োিট। টলমল করতে করতে উল্টে যায়। হাঁটুজলে পড়ে কোনও মতে কায়াক থেকে বেরিয়ে আসেন জাস্টিন।

দৈত্যাকার কুমড়ো ফলনে নাম রয়েছে টেনেসির

জাস্টিনের এই কুমড়োর ওজন নেহাতই নগন্য কারণ টেনেসিতে এর চেয়েও বেশি ওজনের কুমড়ো ফলন হয়ে থাকে। গত চার বছর ধরে বৃহৎ আকারের কুমড়ো ফলনের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন জাস্টিন। এবছর ৯১০ পাউন্ড ওডনের কুমড়ো ফলিয়েছেন তিনি। তবে টেনেসিতে ৭১০ কেজি ওজনেরও কুমড়োর ফলন হয়।
জাস্টিনের আশা এবার তিনি ১০০০ পাউন্ড ওজনের কুমড়ো ফলাবেন তাঁর জমিতে। আগামী বছর সেই টার্গেট নিয়েই এগোচ্ছেন তিনি।

English summary
A farmer turn a huge pumpkin into Kayak in Tennessee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X