For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আফগানিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ, মৃত ২৯

আত্মঘাতীয় বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের হেরাত।

  • |
Google Oneindia Bengali News

ফের জঙ্গি নিশানায় আফগানিস্তান। সেদেশের হেরাতে একটি শিয়া মসজিদে জঙ্গিদের শানানো আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ জন। আহত হয়েছেন ৩০ জন।

আফগানিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ, মৃত ২০

সূত্রের খবর,সন্ধ্যে নাগাদ আত্মঘাতী জ্যাকেট পরিহিত এক জঙ্গিকে মসজিদের আশপাশে দেখা যায়। তার সঙ্গে ছিল আরেক জঙ্গি ,যে রাইফেল হাতে তেড়ে আসতে থাকে মসজিদের দিকে। সঙ্গে সঙ্গেই নিজের আত্মঘাতীয় জ্যাকেটের বোতাম টিপে বিস্ফোরণ ঘটায় আরেকজন জঙ্গি।

জানা গিয়েছে, বিস্ফোরণের ফলে মারা গিয়েছে দুই জঙ্গিই। এদিকে, বিস্ফোরণের পর পরই রাজধানী কাবুল সহ আফগানিস্তানের বিভিন্ন শহরে লাল সতর্কতা জারি হয়েছে। আহতদের হেরাতের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও এতকিছুর পর , একনও ঘটনার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন। এর একদিন আগেই, কাবুলের ইরাক দূতাবাসকে নিশানা করে বিস্ফোরণ ঘটায় জঙ্গি সংগঠন আইএস। তারপরই এই বিস্ফোরণের ঘটনায় ফের আত্ঙ্ক ছড়াল আফগানিস্তান জুড়ে।

English summary
At least 20 people lost their lives and 30 others were injured after a deadly explosion took place at a minority Shia mosque in Herat, Afghanistan, Tolo news reported. Some reports also suggest that at least 30 people were killed in the deadly “terror attack”.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X