For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুধুমাত্র হিটওয়েভেই ইউরোপে ১৫ হাজার মানুষের মৃত্যু! চমকে দিচ্ছে হু'য়ের রিপোর্ট

শুধুমাত্র ইউরোপেই ১৫ হাজার মানুষের মৃত্যু! চমকে দিচ্ছে হু'য়ের রিপোর্ট

  • |
Google Oneindia Bengali News

জলবায়ু পরিবর্তন কার্যত বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়ছে ইউরোপের দেশগুলিকে। বিশেষ করে কোথাও ব্যাপক ঝড়-বৃষ্টি, হিট ওয়েভের কারণে খরার সৃষ্টি হওয়া এবং দাবানলের মতো মারাত্মক অবস্থা তৈরি হচ্ছে। আর এমন অবস্থা গোটা বিশ্বকেই চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। আর এর মধ্যেই চাঞ্চল্যকর দাবি করলেন ডব্লিউএইচও অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপের আঞ্চলিক অধিকর্তা হ্যান্স হেনরি ক্লুগে। তাঁর দাবি, এই বছর গরমে অন্তত ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। শুধুমাত্র গরমের কারণে। আর এই রিপোর্ট সামনে আসার পরেই চিন্তার ভাঁজ পড়েছে।

বিশেষজ্ঞদের মতে, আগামিদিন পরিস্থিতি আরও ভয়াবহ হবে। এমনকি বিশ্ব উষ্ণায়ন ভয়াবহ আকার নেবে ইতিমধ্যে পূর্বাভাস বিজ্ঞানীদের। এমনকি সাবধান হওয়ার কথা বলেছেন। এই অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই রিপোর্ট রীতিমত চাঞ্চল্যকর বলে ব্যাখ্যা সাধারণ মানুষের।

ইউরোপের এই সমস্ত দেশের রিপোর্ট কি?

ইউরোপের এই সমস্ত দেশের রিপোর্ট কি?

সংবাদমাধ্যম এনআইএ'য়ের রিপোর্ট অনুযায়ী, ক্লুজ জানাচ্ছেন ২০২২ সালে ব্যাপক ভাবে গরম পড়ে। আর সেই কারণে অন্তত ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত কয়েকটি দেশকে নিয়ে এই রিপোর্ট তৈরি করেছে হু। ইউরোপের মধ্যে স্পেনেই ৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। পর্তুগালে ১ হাজার, ইউনাইটেড কিংডম তিন হাজার ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। এছাড়াও জার্মানিতে অন্তত ৪ হাজার ৫০০ জনের মৃত্যু হয় বলে জানা যাচ্ছে।

গত 50 বছরে ইউরোপীয় অঞ্চলে 148,000 এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে

গত 50 বছরে ইউরোপীয় অঞ্চলে 148,000 এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে

প্রতি মুহূর্তে বদলাচ্ছে পরিস্থিতি। বাড়ছে গরম। আর তাতেই মৃতের সংখ্যা বাড়ছে। ইউরোপে তাপমান ১৯৬১-২০২১ পর্যন্ত প্রায় প্রতি দশকে গড়ে 0.5 °C হারে উল্লেখযোগ্যভাবে উষ্ণ হয়েছে। এই সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে দেওয়া এক রিপোর্ট অনুসারে, এই অঞ্চল ব্যাপক ভাবে গরম হচ্ছে। তথ্য বলছে গত ৫০ বছরে অত্যাধুনিক ভাবে তাপমাত্রা বেড়েছে। আর তাতে ১৪৮,০০০ মানুষের মৃত্যু হয়। কিন্ত্য এক বছরেই ছবিটা বদলে গেছে। শুধু ২২ এই ১৫ হাজার মানুষের মৃত্যু হয়। যা অবশ্যই ভয়ঙ্কর বলে দাবি করছেন গবেষকরা।

জলবায়ু পরিবর্তনের কারণে বদলাচ্ছে ছবিটা-

জলবায়ু পরিবর্তনের কারণে বদলাচ্ছে ছবিটা-

জলবায়ু পরিবর্তনের কারণে গোটা বিশ্বেই বিশ্ব উষ্ণায়ন বাড়ছে। তথ্য ২০২১ সালে হঠাত আবহাওয়ার পরিবর্তন এবং জলবায়ু ঘটনা শত শত মৃত্যুর কারণ এবং অর্ধ মিলিয়নেরও বেশি মানুষকে সরাসরি প্রভাবিত করেছে। শুধু তাই নয়, ব্যাপক ভাবে ঝড়-বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তবে জয়বায়ু পরিবত্ন নিয়ে একাধিক আলোচনা সিদ্ধান্ত নেওয়া হলেও কোনও কিছুই কাজ হছে না।

English summary
15,000 people killed in Europe in 2022 due to heatwave, says WHO reoprt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X