For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডেঙ্গু প্রতিরোধে এবার বিশেষ টাস্ক ফোর্স গঠন করতে চলেছে জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া

ডেঙ্গু প্রতিরোধে এবার বিশেষ টাস্ক ফোর্স গঠন করতে চলেছে জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া

  • |
Google Oneindia Bengali News

শীত পড়লেও মহানগরে নিত্য বেড়ে চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এবার কলকাতায় ডেঙ্গুর বাড়বাড়ন্ত ঠেকাতে বিশেষ টাস্কফোর্স গঠন করতে চলেছে জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া বা জেডএসআই।

ডেঙ্গু প্রতিরোধে এবার বিশেষ টাস্ক ফোর্স গঠন করতে চলেছে জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া


সোমবার জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার পরিচালক কৈলাস চন্দ্রকে ডেঙ্গুর জীবাণু বাহিত মশাদের চিহ্নিতকরণের জন্য একটি বিশেষ টাস্ক ফোর্স গঠনের পরামর্শ দেন পশ্চিমবঙ্গ জীব বৈচিত্র্য বোর্ডের চেয়ারম্যান এ.কে. স্যান্যাল। ওই জাতীয় মশা গুলির বাস্তুতন্ত্র, জীবনকাল এবং সনাক্তকরণের জন্য একটি বিশেষ পাঠও দেন তিনি।

জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার ১২তম জাতীয় সম্মেলনে পতঙ্গ বাহিত রোগ ও তার ব্যবস্থাপনা এবং প্রতিকার শীর্ষক একটি সম্মেলনে এই বিষয়ে বক্তব্য রাখেন এ.কে. স্যান্যাল। এদিন তিনি বলেন, “জলবায়ু ও আবহাওয়ার বৈপরীত্যের কারণে গুজরাটে এবং কলকাতার দমদমের ডেঙ্গুর জীবাণু বাহি মশার চরিত্র এক নয়। তাই এই রোগ প্রতিরোধের ব্যবস্থাগুলিও তার উপর ভিত্তি করেই করা দরকার। বিজ্ঞানীদের উচিত ডেঙ্গু প্রতিরোধের জন্য সহজলভ্য, যুক্তিযুক্ত ও জনবান্ধব পদ্ধতি নিয়ে আসা যাতে মানুষ নিজেরাই এই ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপগুলি অনুসরণ করতে পারে।”

এই প্রসঙ্গে জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার পরিচালক কৈলাস চন্দ্র বলেন, “ শহরে মশা বাহিত রোগ গুলির বাড়বাড়ন্ত ঠেকাতে আমরা দ্রুত একটি টাস্কফোর্স গঠন করতে চলেছি। এই বিষয়ে আমাদের অ্যাকশন প্ল্যানও ইতিমধ্যে তৈরি করে ফেলেছি। আমরা আমাদের সুপারিশগুলি খুব শীঘ্রই রাজ্য সরকারের কাছে জমা দেব।”

২৬/‌‌১১–এর শহিদ হেমন্ত কারকারের মেয়ে বাবার আত্মজীবনী প্রকাশ করে শ্রদ্ধা জানালেন২৬/‌‌১১–এর শহিদ হেমন্ত কারকারের মেয়ে বাবার আত্মজীবনী প্রকাশ করে শ্রদ্ধা জানালেন

English summary
zoological survey of india is set to form a special task force to prevent dengue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X