For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরে দেখা ২০১৯ : বছরভর কাদের নিয়ে 'সার্চ' সবচেয়ে বেশি হয়েছে নেট দুনিয়ায়! একনজরে তালিকা

ফিরে দেখা ২০১৯: বছরভর কাদের নিয়ে 'সার্চ' সবচেয়ে বেশি হয়েছে নেট দুনিয়ায় সার্চ! একনজরে তালিকা

  • |
Google Oneindia Bengali News

২০১৯ সাল এবার সমাপ্তির দোরগোড়ায়। আর মাত্র কয়েক দিন বাদেই আসতে চলেছে ২০২০। ২০১৯ সালের গোটা বছরই ছিল বিভিন্ন খবরে ভরপুর। বছরের শুরুতেই এদেশ দেখেছে পুলওয়ামার জঙ্গি আক্রমণ, এরপরই ভারতের সার্জিক্যাল স্ট্রাইক আর তার জেরে ভারতীয় বায়ুসেনার সাহসী যোদ্ধা অভিনন্দন বর্তমানের বন্দি হওয়ার ঘটনা। এছাড়াও লোকসভা ভোট থেকে শুরু করে কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের মতো ঘটনা ভারতীয় খবরের ক্যালেন্ডারে প্রাসঙ্গিক হয়ে ওঠে। এছাড়াও ক্রিকেট বিশ্বকাপ থেকে ধোনির অবসর নিয়ে জল্পনা, তথা ফিল্ম জগতের খবরও ২০১৯ ঘিরে উঠে আসে। বিভিন্ন খবর ঘিরে বাড়তে গুগল সার্চও। একনজরে দেখে নেওয়া যাক বছরভর ২০১৯ সালে ইয়াহুর সার্চে সবচেয়ে বেশি উল্লেখ্য কারা ছিলেন?

সবচেয়ে বেশি সার্চ-এ কারা ছিলেন?

সবচেয়ে বেশি সার্চ-এ কারা ছিলেন?

২০১৯ সালের গোটা বছরে বিভিন্ন জগত থেকে সার্চে সবচেয়ে বেশি উঠে আসে একাধিক রাজনৈতিক নেতার নাম। এই সার্চ যাঁদের ঘিরে সবচেয়ে বেশি হয়েছে তাঁদের তাঁদের নামের তালিকা যথাক্রমে, নরেন্দ্র মোদী, এমএস ধোনি, সানি লিওন, প্রিয়াঙ্কা চোপড়া, মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, অভিনন্দন বর্তমান, অরুণ জোটলি, প্রিয়াঙ্কা গান্ধী, পি চিদাম্বরম।

 ২০১৯ এর সবচেয়ে বেশি সার্চ হওয়া রাজনৈতিক ব্যক্তিত্বের তালিকায় কারা?

২০১৯ এর সবচেয়ে বেশি সার্চ হওয়া রাজনৈতিক ব্যক্তিত্বের তালিকায় কারা?

২০১৯ সালের সবচেয়ে বেশি সার্চ হওয়া রাজনৈতিক ব্যক্তিত্বের তাালিকায় প্রথমেই রয়েছেন নরেন্দ্র মোদী, দ্বিতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে যথাক্রমে রয়েছেন, রাহুল গান্ধী, অরুণ জেটলি, প্রিয়াঙ্কা গন্ধী, পি চিদাম্বরম, অমিত শাহ, নির্মলা সীতরমন,নভজ্যোত সিং সিধু, ওয়াই এস জগন্মোহন রেড্ডি।

 ২০১৯ সালের সবচেয়ে বেশি ক্ষমতাশালী মহিলা

২০১৯ সালের সবচেয়ে বেশি ক্ষমতাশালী মহিলা

২০১৯ সালের সবচেয়ে বেশি 'ক্ষমতাশালী' মহিলা হিসাবে ইয়াহু তে সার্চ দিলে যে নামগুলি উঠে আসতে তার তালিকা খানিকটা এরকম, - নির্মলা সীতারমন, মমতা বন্দ্যোপাধ্যায়, স্মৃতি ইরানি, প্রিয়ঙ্কা চোপড়া জোনাস, হরমনপ্রীত কৌর, পিভি সিন্ধু, নীতা আম্বানি, জোয়া আখতার, সোনিয়া গান্ধী, ফল্গুনি নায়ার।

সবচেয়ে বেশি সার্চ হওয়া মহিলা সেলেব কারা?

সবচেয়ে বেশি সার্চ হওয়া মহিলা সেলেব কারা?

২০১৯ সালের সবচেয়ে বেশি সার্চ হওয়া মহিলা সেলেব হলেন ক্রমান্বয়ে , সানি লিওন, প্রিয়ঙ্কা চোপড়া জোনাস, রাখী সাওয়ান্ত
, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, সারা আলি খান, দিশা পাটানি, ইলিয়ানা ডি' ক্রজ, ঐশ্বর্য রাই, প্রিয়া প্রকাশ ভেরিয়ার।

সবচেয়ে বেশি সার্চ হওয়া পুরুষ সেলেব কারা ?

সবচেয়ে বেশি সার্চ হওয়া পুরুষ সেলেব কারা ?

সবচেয়ে বেশি সার্চ হওয়া পুরুষ সেলেব হলেন, সলমন খান, অমতাভ বচ্চন, অক্ষয় কুমার, গুরু রন্ধাওয়া, সানি দেওল, ঋষি কাপুর, রভিশ কুমার, কপিল শর্মা, ভিকি কৌশল, গিরিশ কার্নাড।

ব্যবসার দিক থেকে সার্চ-এ রয়েছেন কারা?

ব্যবসার দিক থেকে সার্চ-এ রয়েছেন কারা?

ব্যবসার দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে সার্চ-এ রয়েছেন যথাক্রমে, মুকেশ আম্বানি, গৌতম আদানি, আনন্দ মহিন্দ্রা, আজিম প্রেমজি, রীতেশ আগরওয়াল, কুমার মহ্গলম বিড়লা, বিজয় শখর শর্মা, ফাল্গুনি নায়ার, চন্দা কোচর, অনিল আম্বানি।

ক্রীড়া জগতে সবচেয়ে বেশি 'সার্চ' কাদের নিয়ে ?

ক্রীড়া জগতে সবচেয়ে বেশি 'সার্চ' কাদের নিয়ে ?

সার্চ-এ সবচেয়ে উল্লেখযোগ্য তথা সবচেয়ে বেশি সার্চ হওয়া ব্যক্তিত্বদের তালিকার মধ্য়ে রয়েছেন যথাক্রমে, এমএস ধোনি, রোহিত শর্মা, বিরাট কোহলি, যুবরাজ সিং
, ঋষভ পন্থ, সৌরভ গঙ্গোপাধ্যায়, হার্দিক পাণ্ডিয়া, পিভি সিন্ধু, রবীন্দ্র জাদেজা, মিতালী রাজ।

বাংলায় ভোটার সংখ্যা ইভিপিতে ১০০ শতাংশেরও বেশি! চক্ষু চড়কগাছ পরিসংখ্যানেবাংলায় ভোটার সংখ্যা ইভিপিতে ১০০ শতাংশেরও বেশি! চক্ষু চড়কগাছ পরিসংখ্যানে

English summary
Year Ender , who are the most searched personalities in 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X