For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর সমালোচনায় বিজেপি সরকারেরই প্রাক্তন মন্ত্রী! মমতাকেই সমর্থনের বার্তা টুইটে

মোদীর সমালোচনায় বিজেপি সরকারেরই প্রাক্তন মন্ত্রী! মমতাকেই সমর্থনের বার্তা টুইটে

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোখাই এখন রাজ্য তথা দেশের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। এই সময়ে কেন্দ্র ও রাজ্য সরকার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবেন, এমনটাই স্বাভাবিক। কিন্তু সংকট মুহূর্তেও অন্য ছবি ধরা পড়ছে দেশের বুকে। যেখানে রাজনীতিই সার হয়ে উঠেছে। বাকি সব কিছুই গৌন।

মমতাকে টার্গেট করা হচ্ছে

মমতাকে টার্গেট করা হচ্ছে

করোনার এই শোচনীয় পরিস্থিতিতে এবার প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী যশবন্ত সিনহা মমতার পাশে দাঁড়ালেন। একইসঙ্গে তিনি মোদী সরকারকে একহাত নিলেন। প্রাক্তন বিজেপি নেতা টুইট করে এদিন সবক শেখান কেন্দ্রের মোদী সরকারকে। মমতাকে টার্গেট করা হচ্ছে বলে নিন্দাও করেন কেন্দ্রের।

যশবন্তের টুইট

যশবন্তের টুইট

যশবন্ত সিনহা টুইটারে লেখেন, যেভাবে কেন্দ্রের সরকার, বাংলার রাজ্যপাল এবং বাংলার বিজেপি নেতৃত্ব এই কঠিন পরিস্থিতিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন, তা প্রচণ্ড নিন্দনীয়। এই প্রবণতা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

যশবন্ত কী লিখলেন

যশবন্ত কী লিখলেন

নিজের টুইটার হ্যান্ডেলে যশবন্ত আরও লেখেন, গোটা দেশ এখন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সকলে মিলে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হতে হবে। এখন সময় নয় রাজনীতি করার। কিন্তু বিজেপি তথা কেন্দ্রীয় সরকার রাজনীতি করেই চলেছে। তারা রাজনীতি করার জন্যই অযথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় ব্রতী হয়েছেন।

রাজ্য-কেন্দ্র বিরোধ

রাজ্য-কেন্দ্র বিরোধ

প্রসঙ্গত উল্লেখ্য, করোনার আবহেও রাজ্য-কেন্দ্র বিরোধী লেগে আছে নানা ইস্যুতে। করোনায় মৃতের সংখ্যা, আক্রান্তের সংখ্যা থেকে শুরু করেরেশ দুর্নীতি, সর্বোপরি কেন্দ্রীয় দল পাঠানো। দিলীপ ঘোষরা সরব হয়েছেন রাজ্যের বিরুদ্ধে। পাল্টা রাজ্য কিটে সমস্যা, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো, গরিব মানুষের জন্য প্যাকেজ নিয়ে নানা দাবি তুলেছেন।

মোদীর সমালোচনা

মোদীর সমালোচনা

বাজপেয়ী সরকারের প্রাক্তনমন্ত্রী মনে করেন, বিজেপি তথা কেন্দ্রীয় সরকার যে সমস্ত দাবি করছেন, তা মামুলি রাজনীতির ভাষা। রাজনীতি করার জন্যই ওইসব অভিযোগের অবতারণা করা হয়েছে। পাল্টা রাজ্য যে দাবি করেছে, তা অনেক যুক্তিসঙ্গত। কিন্তু মোদী সরকার এখন পর্যন্ত কোনও দৃষ্টান্ত্বমূলক সিদ্ধান্ত নেয়নি।

English summary
BJP’s former minister Yashwant Sinha criticizes Narendra Modi and supports Mamata Banerjee. He says Modi can’t take right way in Coronavirus lockdown situation,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X