
মোদী প্রধানমন্ত্রী পদপ্রার্থী না হলেও এনডিএতে ফিরব না : জেডি(ইউ)

নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করা হোক চাননি জেডি(ইউ) প্রধান নীতিশ কুমার। তাই নিয়েই বিজেপির সঙ্গে মতবিরোধ। এর পরই বিজেপির সঙ্গে জোট ভেঙে বেরিয়ে আসে জেডি(ইউ)। ত্যাগির কথায়, ২০১৩-র জুন মাসের প্রেক্ষাপট আলাদা ছিল। তখন যদি বিজেপি মোদীর পরিবর্তে অন্য কারও কথা ভাবত তা এনডিএ -র আভ্যন্তরীন বিষয় হতো।
আপাতত মমতার দেখানো তৃতীয় ফ্রন্টের পথেই হাঁটতে চাইছে সংযুক্ত জনতা দল
রাহুল গান্ধীর রাজনৈতিক কার্যকলাপের প্রশ্নে ত্যাগির উত্তর, ধর্মনিরপেক্ষতার প্রসঙ্গে নরেন্দ্র মোদী দেশের জন্য ভীতির কারণ, রাহুলের ক্ষেত্রে তা নয়। রাহুল ধর্ণনিরপেক্ষ সে কারণে নয়, আসলে রাহুলের কোনও বাহিনী নেই।
অন্যদিকে, আসন সমন্বয় নিয়ে কংগ্রেস নীতিশ কুমারের সঙ্গে কোনও বৈঠক করেছে কি না জানতে চাওয়া হলে ত্যাগি বলেন, আমি বিষয়ে নাও বলব না আবার বিষয়টি নিশ্চিতও করছি না। যতক্ষণ না বিহারকে বিশেষ অবস্থার সুবিধা দেওয়া হচ্ছে ততক্ষণ কংগ্রেসের সঙ্গে গল্প করা বা বৈঠক করার কোনও প্রশ্নই ওঠে না। কিন্তু এখন যথেষ্ট দেরি হয়ে গিয়েছে।
তৃতীয় ফ্রন্ট নিয়ে যে এখনও তারা আশাবাদী সে কথাও জানিয়েছেন ত্যাগি। প্রথম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই তৃতীয় ফ্রন্টের প্রসঙ্গ আনেন। এবং সে ভাবনাটি অত্যন্ত সঙ্গত বলেই মনে করেন ত্যাগি। ইতিমধ্যেই নীতিশের সঙ্গে বৈঠকের জন্য মমতার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ত্যাগি। ত্যাগির কথায় নির্বাচনের পর মোদীর বিরোধীতায় বৃহত্তম ধর্মনিরপেক্ষ কাঠামোয় কাজ করতে পারবেন মমতা।