For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সর্বশক্তি দিয়ে আমরা বিজেপি-কংগ্রেসকে আটকানোর চেষ্টা করব : বুদ্ধদেব ভট্টাচার্য

Google Oneindia Bengali News

সর্বশক্তি দিয়ে আমরা বিজেপি-কংগ্রেসকে আটকানোর চেষ্টা করব : বুদ্ধদেব ভট্টাচার্য
কলকাতা, ২৪ মার্চ : নিজেদের সর্বশক্তি লাগিয়ে বিজেপিকে প্রতিহত করার চেষ্টা করব। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপি সরকারের পরিবর্তে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার আসার অর্থ হবে গরম কড়াই থেকে আগুনে ঝাঁপ দেওয়া। রবিবার সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়ার সাক্ষাৎকারে এমনটাই জানান, সিপিআই-এম এর পলিটব্যুরোর সদস্য তথা বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

বিজেপিকে আটকানো মানেই যে কংগ্রেসকে সমর্থন নয়, সেকথা এদিন স্পষ্ট করে জানিয়ে দেন বুদ্ধবাবু। ২০০৪ সালে ইউপিএ ১ -কে সমর্থন করেছিল বামেরা৷ তবে ২০০৪ সালের পুনরাবৃত্তি হবে না বলেই আশা বুদ্ধবাবুর। ২০০৪ সালে কংগ্রেসকে সমর্থন করতে তারা বাধ্য হয়েছিলেন বলে মন্তব্য করেন তিনি।

বিজেপির পাশাপাশি কংগ্রেসের সমালোচনা করতেও ছাড়েননি বাংলার প্রাক্তন এই মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমরা কংগ্রেসের সেই নীতিকে কখনওই সমর্থন করি না যা সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে। কংগ্রেস এমন একটা দল যারা ভারতকে দুভাগে ভাগ করে দিয়েছে। একটা বড়লোকদের জন্য আর একটা গরীব, হতদরিদ্রদের জন্য। এমন অনেক গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যার জন্য কংগ্রেস মানুষের সমর্থন হারিয়েছে। এবং তার ফলেই বিজেপি সেই জায়গায় উঠে এসেছে।

'২০০৪ সালে কংগ্রেসকে সমর্থন করতে তারা বাধ্য হয়েছিলাম,আশা করি পুনরাবৃত্তি হবে না'

এদিনের সাক্ষাৎকারে কংগ্রেস ও 'সাম্প্রদায়িক' বিজেপির পাশাপাশি এই দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও তোপ দাগেন বুদ্ধদেব। মোদীকে তুলে ধরা হচ্ছে গুজরাট মডেলের সাফল্য দেখিয়ে। কিন্তু শিক্ষা-স্বাস্থ্য-সহ বেশ কিছু দিক থেকে দেখতে গেলে গুজরাতের পরিস্থিত খুব একটা সুখকর নয় বলে দাবি বুদ্ধবাবুর। এমনকী গুজরাত হিংসার দায় থেকে মোদি এখনও পুরোপুরি মুক্ত নন৷ সেকথা ভুললেও চলবে না বলে মন্তব্য করেন তিনি।

বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদিকে কার্যত ধর্মনিরপেক্ষ ভারতের সামনে সঙ্কট হিসেবে তুলে ধরেন বুদ্ধবাবু। তাঁর কথায়, এটা কোনও একজন নেতার ব্যক্তিগত আকাঙ্খা নয়। এটা আরএসএস এবং ভারতীয় কর্পোরেট সংস্থাগুলির যৌথ প্রচেষ্টা, যা ভয়াবহ৷

এমনকী মোদীর সঙ্গে হিটলারের তুলনাও টেনে আনেন বুদ্ধবাবু। তিনি বলেন, বিভিন্ন জনমত সমীক্ষায় মোদি এগিয়ে রয়েছে। এতে কি প্রমাণ হয়, মোদির নীতি ঠিক? ১৯৩৩ সালে জার্মানিতেও হিটলার জিতেছিলেন। তার মানে কি এই যে, হিটলারের নীতি সঠিক ছিল?

মোদীর কড়া সমালোচনা করলেও নেতা হিসেবে রাহুল গাঁধীর ভূমিকা নিয়ে অবশ্য ততটা আক্রমণাত্মক ছিলেন না বুদ্ধদেব ভট্টাচার্য৷ তবে কটাক্ষের ভঙ্গিতেই রাহুল প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্য, তিনি দায়িত্ব নেওয়ার চেষ্টা করছেন। চেষ্টা করতে দিন। তবে ওই বালকের সম্পর্কে আমি কোনও মন্তব্য করতে চাই না৷

কংগ্রেস-বিজেপির পাশাপাশি রাজ্য রাজনীতির প্রধান প্রতিপক্ষ তৃণমূলকেও বিঁধতে ছাড়েননি তিনি৷ মমতার ফেডারেল ফ্রন্ট প্রসঙ্গে তাঁর কটাক্ষ,ওই ফ্রন্টে কেউ সামিল হবেন না৷ সকলেই তাঁর কাজের ধরন সম্পর্কে জানেন৷

English summary
Will try our best to stop BJP, Congress: Buddhadeb Bhattacharjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X