For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঞ্জাব : কেন পিছিয়ে পড়ল কেজরিওয়ালের আম আদমি পার্টি ?

পাঞ্জাব জয়ের স্বপ্ন অধরা থেকে যাওয়ায় খানিকটা মুসড়ে পড়েছে কেজরিওয়ালের শিবির। সূত্রের এমনটাই দাবি। দেশের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে শুধুমাত্র পাঞ্জাবে ২২ থেকে ২৪ টি আসন মুখরক্ষা করেছে আপের।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১১ মার্চ : পাঞ্জাব জয়ের স্বপ্ন অধরা থেকে যাওয়ায় খানিকটা মুসড়ে পড়েছে কেজরিওয়ালের শিবির। সূত্রের এমনটাই দাবি। দেশের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে শুধুমাত্র পাঞ্জাবের ২২ থেকে ২৪ টি আসন মুখরক্ষা করেছে আপের।

নির্বাচনে আপের এই পরিসংখ্যানেই শেষ হয়ে গিয়েছে পাঞ্জাবে তাদের সরকার গঠনের স্বপ্ন। তবে আপের এই হারের নেপথ্যে বেশ কেয়কটি ফ্যাক্টর কাজ করছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।[বিধানসভা নির্বাচনের ফলাফল : উত্তরাখণ্ড বিজেপির, পাঞ্জাবে কংগ্রেস]

পাঞ্জাব : কেন পিছিয়ে পড়ল কেজরিওয়েলের আম আদমি পার্টি ?


পাঞ্জাবের নির্বাচনে বহু অনভিজ্ঞ ব্যক্তিত্বকে দায়িত্ব দেওয়া, নির্বাচনী পদপ্রার্থী হিসাবে শিখ ধর্মাবলম্বীদের সংখ্যা কম থাকা , আপের হারের নেপথ্যের অন্যতম কারণ বলে মনে করা হয়। নির্বাচনের আগে কোনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম না ঘোষণা করেনি আম আদমি পার্টি, যা নির্বাচনী ভরাডুবির আরেকটি কারণ ছিল বলে দাবি বিশেষজ্ঞদের। এছাড়াও পাঞ্জাবে আপের আহ্বায়ক সুচা সিংকে ছাঁটাই , ইত্যাদি বহু বিষয় আপকে দুর্বল করেছে বলে ধারণা বিশেষজ্ঞ মহলের।

পরিসংখ্যানের দৌড়ে ,এক্সিট পোলের হিসাবে যেখানে পাঞ্জাবে আম আদমী পার্টির যা সাফল্য পাওয়ার কথা ছিল, সেখানে ফল প্রকাশের পর আপ অনেকটাই পিছনে পড়ে গিয়েছে । ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পাঞ্জাবের ৩৩টি বিধানসভা কেন্দ্রে ভালো ফল করে আপ । ২০১৪ সালে দলগত ভাবেও এতটা জোরদার ছিলনা অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। তবে ২০১৭ সালে দলীয় সংগঠনকে আরও শক্তপোক্ত করে ভোট ময়দানে নামে আপ। তবে তাতেও কিছু লাভের লাভ হয়নি বলে মনে করছেন অনেকে।

এছড়াও নির্বাচনের আগে দুর্নীতির অভিযোগ ওঠে, আপের বিরুদ্ধে । এর মধ্যে টাকা দিয়ে নির্বাচনী টিকিট কেনার মতো অভিযোগে দলগতভাবে ভেঙে পড়েন বহু আপ সদস্য । যদিও দলের পারফরম্যান্স নিয়ে এখনও আম আদমী পার্টির তরফে সেভাবে কিছু জানানো হয়নি। তবে খুব শিগগিরই যে এই নিয়ে দলীয় বৈঠক হবে তা বলাই বাহুল্য।

English summary
Delhi Chief Minister and national convener of Aam Aadmi Party (AAP) Arvind Kejriwal’s dream of winning Punjab was shattered with the party leading in only 24 seats. The party has got enough seats, thought to sit as the main opposition in the state assembly.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X