For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা টিকাকরণের প্রথম সুযোগ কাদের, একনজরে দেখে নিন তালিকা

করোনা টিকাকরণের প্রথম সুযোগ কাদের, একনজরে দেখে নিন তালিকা

Google Oneindia Bengali News

সূচনা করলেন প্রধানমন্ত্রী। গোটা দেশে একই সঙ্গে শুরু হয়ে গেল করোনা টিকা করণের প্রথম অভিযান। প্রথম পর্যায়ে ৩ লক্ষ স্বাস্থ্যকর্মীকে টিকাকরণের টার্গেট নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে চলছে করোনা ভাইরাসের টিকাকরণ কর্মসূচি। তবে শুধু স্বাস্থ্যকর্মীরাই নন প্রথম পর্যায়ের টিকাকরণের তালিকায় রয়েছেন আরও অনেকে কাদের দেওয়া হবে করোনা টিকা দেখে নিন এক নজরে।

 লোকসভার সাংসদ নিলেন করোনা টিকা

লোকসভার সাংসদ নিলেন করোনা টিকা

স্বাস্থ্যকর্মীদের টিকাকরণের পাশাপাশি প্রথম দিেনই করোনা ভ্যাকসিন নিচ্ছেন লোকসভা সাংসদ মহেশ শর্মা। মহামারী কালে স্বাস্থ্য কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন তিনি। সাংসদ শর্মা নিজে একজন চিকিৎসক। তিনি দেশের প্রথম লোকসভা সাংসদ যিনি করোনা টিকা পাচ্ছেন প্রথম পর্যায়ে। কৈলাশ হাসপাতালে টিকা নিেয়ছেন তিনি।

 গুজরাতের মেডিকেল সুপার ও দিল্লির নার্স, সাফাইকর্মীরা

গুজরাতের মেডিকেল সুপার ও দিল্লির নার্স, সাফাইকর্মীরা

প্রথম দিন করোনা টিকা নেওয়ার তালিকায় রয়েছেন গুজরাতের গান্ধীনগর ও আহমেদাবাদের মেডিকেল সুপাররা। রাজ্যে ১৬০০০ স্বাস্থ্যকর্মীর সঙ্গে তাঁরাও করোনা টিকা নেবেন। একই সঙ্গে রাজধানী দিল্লির চিকিৎসক, নার্স এবং সাফাই কর্মীরাও আজ করোনা টিকা নিচ্ছেন। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপস্থিতিতে এলএনজেপি হাসপাতালে করোনা টিকার প্রথম ডোজ নেন তাঁরা।

অসমে করোনা টিকা পদ্মশ্রী প্রাপক ও ১২ চিকিৎসককে

অসমে করোনা টিকা পদ্মশ্রী প্রাপক ও ১২ চিকিৎসককে

অসমে করোনা ভাইরাসের প্রথম ডোজের টিকা দেওয়া হচ্ছে পদ্মশ্রী সম্মান প্রাপকদের। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন শ্রীমন্ত শঙ্করবেদা বিশ্ববিদ্যালয়ের িচকিৎসক উমেশ চন্দ্র শর্মাকে করোনা িটকা দেওয়া হবে। এছাড়াও পদ্মশ্রী সার্জেন ইলিয়াস আলি, সাহিত্য অ্যাকডেমি পুরস্কার প্রাপক বরাপেটা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যাপক, ডাক্তার ভিজিৎ চন্দ্র সহ রাজ্যের বিশিষ্ট চিকিৎসকদের দেওয়া হবে করোনা টিকা।

 ছত্তিশগড়ের সাফাইকর্মীদের টিকা

ছত্তিশগড়ের সাফাইকর্মীদের টিকা

ছত্তিশগড়ে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে সাফািকর্মীদের। রাজ্যের ৯৭টি কেন্দ্রে হচ্ছে টিকাকরণ কর্মসূচি। গোয়াতেও একই ভাবে করোনা টিকা দেওয়া হবে সাফাইকর্মীদের। গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে হচ্ছে করোনা টিকাকরণ কর্মসূচি। রাজস্থানের সোয়াই মানসিং মেডিকেল কলেজ হাসপাতালেও শুরু হয়ে গিয়েছে টিকাকরণ। সেখানেও স্বাস্থ্যকর্মী ও সাফাইকর্মীদের আগে করোনা টিকা দেওয়া হবে। অন্যদিকে মধ্যপ্রদেশে হাসপাতালের নিরাপত্তারক্ষীদের প্রথমে করোনা টিকা দিয়ে করোনা টিকাকরণ কর্মসূচি শুরু করা হয়েছে।

English summary
Who will get first Coronavirus vaccine in India take look at a glance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X