For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ নির্বাচনে কংগ্রেসের টিকিটে আদৌ কি লড়তে পারবেন হার্দিক! 'সুপ্রিম' বার্তায় কী উঠে এল

গুজরাতের দাপুটে পাতিদার নেতা তথা সদ্য কংগ্রেসে যোগ দেওয়া হার্দিক প্যাটেলের নির্বাচনী লড়াই ঘিরে এখনও জটিলতা চরমে।

  • |
Google Oneindia Bengali News

গুজরাতের দাপুটে পাতিদার নেতা তথা সদ্য কংগ্রেসে যোগ দেওয়া হার্দিক প্যাটেলের নির্বাচনী লড়াই ঘিরে এখনও জটিলতা চরমে। নির্বাচনে তাঁর লডা়ই নিয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আবেদন করেছিলেন তিনি। তবে তার জবাবে সুপ্রিম কোর্ট জানায় 'এত তাড়ার কী আছে?'

২০১৯ নির্বাচনে আদৌ কি লড়তে পারবেন হার্দিক! সুপ্রিম বার্তায় কী উঠে এল

উল্লেখ্য, এই বছরই ২৫ বছরে পা দিয়েছেন হার্দিক। ফলে নির্বাচনে লড়ার জন্য তাঁর বয়স উপযুক্ত। তবে তিনি লড়তে পারবেন কি না ,তা এখনও আদালতের নির্দেশ সাপেক্ষ। উল্লেখ্য, ২৩ এপ্রিলের ভোটের আগে, ৪ মার্চই মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। আর তার আগে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের তরফে কোনও স্পষ্টবার্তা না আসায় বিপাকে পড়েছে হার্দিক শিবির। জটিলতার মেঘ কাটছে না কংগ্রেসের মাথার ওপর থেকেও।

[আরও পড়ুন:২০১৯ নির্বাচনে আদৌ কি লড়তে পারবেন হার্দিক! 'সুপ্রিম' বার্তায় কী উঠে এল][আরও পড়ুন:২০১৯ নির্বাচনে আদৌ কি লড়তে পারবেন হার্দিক! 'সুপ্রিম' বার্তায় কী উঠে এল]

উল্লেখ্য , গুজরাতের ভোটব্যাঙ্কে পাতিদার গোষ্ঠীর ভোট একটি বড় ফ্যাক্টর। যে ভোটব্য়াঙ্ক গত বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভাবিয়েছে বিস্তর। এরপর এই গোষ্ঠীর জনপ্রিয় নেতা তথা কংগ্রেসের প্রার্থী হার্দিকের ভোটের লড়াই নিয়ে প্রশ্ন চিহ্ন ওঠায় খানিকটা বাড়তি মাইলেজ তুলে নিচ্ছে বিজেপি।

[আরও পড়ুন: ভোটদানের হার বাড়াতে অভিনব পদক্ষেপ! 'এক ডজন গল্প' নিয়ে রাস্তায় কমিশন][আরও পড়ুন: ভোটদানের হার বাড়াতে অভিনব পদক্ষেপ! 'এক ডজন গল্প' নিয়ে রাস্তায় কমিশন]

[আরও পড়ুন: নিজের কেন্দ্রে প্রাক্তন নেতার রোষের মুখে দিলীপ ঘোষ! দিলেন পাল্টা জবাব][আরও পড়ুন: নিজের কেন্দ্রে প্রাক্তন নেতার রোষের মুখে দিলীপ ঘোষ! দিলেন পাল্টা জবাব]

English summary
What's The Urgency," Asks Supreme Court, Refusing Hardik Patel's Request.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X