For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিছিয়ে ভোডাফোন, এপ্রিলে সর্বাধিক গ্রাহক টেনে চমকে দিল রিলায়েন্স জিও! স্বাস্থ্য ফিরছে এয়ারটেলের

পিছিয়ে ভোডাফোন, এপ্রিলে সর্বাধিক গ্রাহক টেনে চমকে দিল রিলায়েন্স জিও! স্বাস্থ্য ফিরছে এয়ারটেলের

  • |
Google Oneindia Bengali News

লকডাউনে একদিকে যেমন বেড়েছে ইন্টারনেট ব্যবহারের পরিমাণ আর তার সঙ্গে পাল্লা দিয়ে নিত্য-নতুন ডেটা প্যাক নিয়ে হাজির হয়েছে একাধিক সংস্থা। রয়েছে আকর্ষণীয় অফারও। এদিকে এমতাবস্থায় এবার দেশে সর্বাধিক গ্রাহক টেনে সকলকে চমকে দিল রিলায়েন্স জিও। সূত্রের খবর, এপ্রিল মাসে নতুন করে ৪৭.৫৬ লক্ষ উপভোক্তার কাছে পৌঁছে গিয়েছে জিও।

পিছিয়ে ভোডাফোন, এপ্রিলে সর্বাধিক গ্রাহক টেনে চমকে দিল রিলায়েন্স জিও! স্বাস্থ্য ফিরছে এয়ারটেলের

যার জেরে বর্তমানে দেশের সাবস্ক্রিপশন তালিকার শীর্ষ স্থানে পৌঁছে গিয়েছে মুকেশ আম্বানির এই সংস্থা। পিছিয়ে পড়েছে ভোডাফোন-আইডিয়াও। উল্চে ভোডাফোন আইডিয়ার উপভোক্তা কমেছে অনেকটাই। পরিসংখ্যান বলছে এপ্রিলে যুক্ত হওয়া উপভক্তাদের যোগ করলে বর্তমানে জিও-র মোট উপভোক্তার সংখ্যা দাঁড়িয়েছে ৪২.৭৬ কোটি।

সম্প্রতি এই তথ্য সামনে এনেছে টেলিফোন রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাই। তাতেই দেখা যাচ্ছে আগের থেকে খানিকটা হলেও স্বাস্থ্য ফিরেছে ভারতী এয়ারটেলের। এপ্রিলে ৫.১৭ লক্ষ উপভোক্তা বৃদ্ধি পেয়েছে একাধিক ভারতের সর্ববৃহত মোবাইল নেটাওয়ার্কিং সংস্থার। বর্তমানে এয়ারটেলের মোট উপভোক্তা বেড়ে হয়েছে ৩৫.২৯ কোটি।

অন্যদিকে তীব্র প্রতিযোগিতার বাজারে গ্রাহক সংখ্যা অনেকটাই হারিয়ে ফেলেছে ভোডাফোন-আইডিয়া। খুইয়েছে ১৮.১০ লক্ষ সাবস্ক্রাইবার। বর্তমানে তাদের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ২৮.১৯ কোটি। নিদারুণ ক্ষতির মুখে দাঁড়িয়েছে বিএসএনএল-ও। এপ্রিলে ১৩.০৫ লক্ষ গ্রাহক খুইয়েছে এই সংস্থা। বর্তমানে তাদের মোট গ্রাহকের পরিমাণ দাঁড়িয়েছে ১১.৭২ কোটি।

English summary
In April, Reliance Jio became the largest network in the country with the largest number of customers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X