For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বামীজির ভাবনাকে যথার্থ সম্মাননা দিতে অনন্য উদ্যোগ রাজ্য সরকারের

স্বামী বিবেকানন্দকে যথার্থ স্বীকৃতি দিতে নতুন ভাবনায় মজেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নিউ টাউনে গড়ে উঠছে বিবেক তীর্থ।

  • |
Google Oneindia Bengali News

স্বামী বিবেকানন্দকে যথার্থ স্বীকৃতি দিতে নতুন ভাবনায় মজেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নিউ টাউনে গড়ে উঠছে বিবেক তীর্থ। স্বামীজির ভাবনা ও আদর্শকে সামনে রেখেই এটি তৈরি হচ্ছে বলে জানা গিয়েছে।

স্বামীজিকে যথার্থ সম্মাননা দিতে অনন্য উদ্যোগ রাজ্য সরকারের

এই কেন্দ্রটিকে দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠানে বদলে দিতে প্রয়াস চালাবে রাজ্য সরকার। এখানে ভাষা শিক্ষা, কম্পিউটার শিক্ষার পাশাপাশি বিশ্বমানের লাইব্রেরি গড়ে তোলা হবে। কেন্দ্রটির পোশাকি নাম হল - রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টার ফর হিউম্যান এক্সেলেন্স অ্যান্ড সায়েন্সেস। কেন্দ্রটি গড়ে তুলতে জমিও দিয়েছে তৃণমূল সরকারই। ২০১৪ সালের ১১ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এই প্রকল্পের জন্য খরচ হবে ১৭২ কোটি টাকা। ইকো পার্কের পাশে পাঁচ একর জমিতে কেন্দ্রটি গড়ে উঠছে। এতে প্রশাসনিক ভবন, সেমিনার হল, অডিটোরিয়াম থাকবে। শিকাগো আর্ট ইনস্টিটিউটের আদলে এটির ডিজাইন হবে। যেখানে ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর স্বামীজি ঐতিহাসিক বক্তব্য রাখেন।

এর আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি নজরুল ইসলামের নামে নিউটাউনে গড়ে উঠেছে ‌রবীন্দ্র তীর্থ এবং নজরুল তীর্থ। এবার সেই একইভাবে ‌রবীন্দ্র তীর্থ, নজরুল তীর্থের পর নিউটাউনে গড়ে উঠছে বিবেক তীর্থ। স্বাজীজির আদর্শকে নতুন প্রজন্মের কাছে জীবিত রাখা ও ছড়িয়ে দেওয়াই এই কেন্দ্রের মুখ্য উদ্দেশ্য হতে চলেছে।

English summary
Vivek Tirtha is a tribute to the great saint Swami Vivekananda
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X