For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Yogi Adityanath: যোগী আদিত্যনাথের কোলে ওটা কে? ভাইরাল ছবি দেখে চমকে উঠছে দেশ

বছর শেষে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর টুইটারে একটি ছবি শেয়ার করেছিলেন! আর তা মুহূর্তে ভাইরাল। আর ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা হচ্ছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একটি বিড়ালকে কোলে নিয়ে রয়েছেন!

  • |
Google Oneindia Bengali News

CM Yogi Adityanath Viral Photo: বছর শেষে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর টুইটারে একটি ছবি শেয়ার করেছিলেন! আর তা মুহূর্তে ভাইরাল। আর ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা হচ্ছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একটি বিড়ালকে কোলে নিয়ে রয়েছেন! ভাবছেন মুখ্যমন্ত্রীর কোলে কীভাবে বেড়াল এল?

ইতিমধ্যে এই ছবি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী যোগী ((CM Yogi Adityanath ) । আর এরপর থেকেই শুরু হয়েছে যাবতীয় চর্চা। বলে রাখা প্রয়োজন, পশু-পাখিদের প্রতি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আলাদা একটা ভালোলাগা=ভালোবাসা আছে। আর সেটাই আরও একবার ফুটে উঠল!

মুখ্যমন্ত্রী আদিত্যনাথের কোলে ওটা কে?

মুখ্যমন্ত্রী আদিত্যনাথের কোলে ওটা কে?

এর আগে, মুখ্যমন্ত্রী যোগী শহীদ আশফাক উল্লাহ খান জুলজিক্যাল পার্ক (গোরখপুর চিড়িয়াখানা) দুটি মহিলা চিতাবাঘের বাচ্চাকে দুধ খাওয়ান। শুধু তাই নয়, তাদের ভবানী এবং চণ্ডী নাম দেন। পাশাপাশি একটি সাদা বাঘের দাম গীতা রাখেন যোগী। এমনকি নানা সময়ে যোগী তাঁর খাসতালুকে গিয়ে গরুদের খাওয়াতেও দেখা গিয়েছে। তবে এবার কার্যত সবাইকে চমকে দিয়েছেন। একেবারে একটি কালো বড় বেড়াল কোলে নিয়ে কিনা বসে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ!!

আর তা দেখে বিশেষ করে পশুপ্রেমীরা যোগীর প্রশংসা করতেই শোনা যাচ্ছে।

জীব-জন্তুদের সংরক্ষণের প্রতি দায়িত্ববান হওয়ার কথা যোগীর

জীব-জন্তুদের সংরক্ষণের প্রতি দায়িত্ববান হওয়ার কথা যোগীর

মুখ্যমন্ত্রী বলছেন, মানুষ জাতি তখনই সুরক্ষিত হবেন যখন প্রকৃতির প্রতি এবং জীব-জন্তুদের সংরক্ষণের প্রতি দায়িত্ববান হবেন। আর সেই দায়িত্ব থেকে একাধিক কাজ করা উচিৎ বলেও মনে করছেন যোগী। অন্যদিকে চিত্রকূটের রানীপুরে বাঘ সংরক্ষণের কথা বলেছেন তিনি। ভগবান রাম তাঁর বনবাসের সময় কালে সর্বাধিক সময় চিত্রকুট পর্বতেই কাটিয়েছেন। এই পর্বতের কথা একাধিক জায়গাতে উল্লেখ করা হয়েছে। আর সেখানকার একটি বাঘ সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জলজ প্রাণীদের সংরক্ষণের ক্ষেত্রেও নজর

জলজ প্রাণীদের সংরক্ষণের ক্ষেত্রেও নজর

ইতিমধ্যে বিজনর এবং রামনগরে ইকো-ট্যুরিজম সেন্টার তৈরি করা নিয়ে অনুমোদন পাওয়া গিয়েছে। মহারাজগঞ্জ, মিরাট, চিত্রকূট, পিলিভীত প্রভৃতি স্থানে বন্যপ্রাণীদের জন্য রেসকিউ সেন্টার নির্মাণ করছে সরকার। এমনকি তৈরি হচ্ছে সংরক্ষণ কেন্দ্রও। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জলজ প্রাণীদের সংরক্ষণের ক্ষেত্রেও বিশেষ ভাবে সংবেদনশীল। তাঁর দাবি, নমামী গঙ্গা পরিকল্পনার মাধ্যমে এই বিষয়ে বিশেষ ভাবে সাহায্য পাওয়া যাবে বলে মত যোগীর। বিশেষ করে সেফটি পয়েন্ট তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। নর্দমা কিংবা নোংরা জল যাতে না পড়ে সেজন্য এই ব্যবস্থা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন যোগী আদিত্যনাথ।

English summary
Viral Photo: image of UP CM Yogi Adityanath goes viral, who is in his lap
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X