For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বইয়ের বর্ষণে অশনি সঙ্কেত, বন্যার কবলে পড়তে পারে ১২ রাজ্য

আগামী তিন দিন অতিভারী বৃষ্টির জেরে আরও ১২টি রাজ্যে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে বলে সতর্কতা জারি করল আবহাওয়া দফতর ।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

দুর্যোগ বা দুর্ভোগের যে এখনও ইতি হয়নি বুধবার সেই বার্তাই দিল আবহাওয়া দফতর। আগামী তিন দিন অতিভারী বৃষ্টির জেরে আরও ১২টি রাজ্যে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে বলে সতর্কতা জারি করল ইন্ডিয়ান মেটেওরজিক্যাল ডিপার্টমেন্ট। ফলে ১৪টি নদী ও সেগুলির শাখায় জলস্তর বাড়তে পারে বলে জানানো হয়েছে।

[আরও পড়ুন:দেশজুড়ে প্রাকৃতিক বিপর্যয়, দায়ী কি সেই এভারেস্ট সমান উচ্চতার মেঘ][আরও পড়ুন:দেশজুড়ে প্রাকৃতিক বিপর্যয়, দায়ী কি সেই এভারেস্ট সমান উচ্চতার মেঘ]

মুম্বইয়ের বর্ষণে অশনি সঙ্কেত, বন্যার কবলে পড়তে পারে ১২ রাজ্য

এই রাজ্যগুলি হল মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, গোয়া, কর্নাটক, রাজস্থান, ছত্তিসগড়, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল ও দামান-দিউ। ইতিমধ্যেই ভাসছে দেশের বাণিজ্যনগরী মুম্বই। বৃষ্টি কমলেও এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এরইমধ্যে মহারাষ্ট্রের উত্তর ও মধ্যভাগে অতিভারী বৃষ্টি হলে পরিস্থিতি যে নতুন করে খারাপ হবে তা বোধহয় বলার প্রয়োজন নেই। তবে আগামী ২৪ ঘন্টার পর থেকে মুম্বইয়ের পরিস্থিতির উন্নতি হবে বলেই আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।

মুম্বইয়ের বর্ষণে অশনি সঙ্কেত, বন্যার কবলে পড়তে পারে ১২ রাজ্য

এদিকে বেশকিছুদিন ধরেই জলের তলায় গুজরাটের সিংহভাগই। এরইমধ্যে গত সোমবার থেকে গুজরাটে শুরু হয়েছে ফের বৃষ্টি। ফলে মাহি, সাবরমতি, গোদাবরী, বানস ও কৃষ্ণা নদীর শাখা নদীগুলিতে জলে বেড়ে আরও বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অপরদিকে রাজস্থানেও রয়েছে বন্যা সতর্কতা।

মুম্বইয়ের বর্ষণে অশনি সঙ্কেত, বন্যার কবলে পড়তে পারে ১২ রাজ্য

দেশের মধ্য, পশ্চিম ও দক্ষিণভাগে নতুন করে বন্যা সতর্কতা জারি হওয়ায় উদ্বিগ্ন প্রশাসনও। পূর্বভারতের বিহার, ঝাড়খণ্ড, উত্তরবঙ্গ তো ছিলই উত্তর-পূর্বের অসমও বেশ কিছুদিন ধরেই বানভাসি। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

English summary
Met office warns of very heavy rainfall in next 3 days, 12 states likely to be flooded
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X