For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হড়পা বানে বিধ্বস্ত উত্তরাখন্ড! উদ্বিগ্ন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, পাশে থাকার বার্তা নীতীশের

হড়পা বানে বিধ্বস্ত উত্তরাখন্ড! উদ্বিগ্ন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, পাশে থাকার বার্তা নীতীশের

  • |
Google Oneindia Bengali News

ফিরল ৮ বছর আগের কেদারনাথের ভয়াবহ স্মৃতি। ভয়াবহ তুষার ধসে ইতিমধ্যেই লন্ডভন্ড হয়ে গিয়েছে উত্তরাখখণ্ড। মেঘ ভাঙা বৃষ্টিতে সবথেকে বেশি ক্ষতির মুখে পড়েছে চামোলি জেলার তপোবন এলাকা। নিখোঁজ দেড়শো জনের বেশি মানুষ। এদিকে ইতিমধ্যেই বহু মানুষের মৃত দেহও মিলতে শুরু করেছে অলকানন্দা ও ধৌলিগঙ্গা নদী। এবার এই ঘটনায় শোক প্রকাশ করতে দেখা গেল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে।

হড়পা বানে বিধ্বস্ত উত্তরাখন্ড! উদ্বিগ্ন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, পাশে থাকার বার্তা নীতীশের

প্রসঙ্গত উল্লেখ্য, মেঘভাঙা বৃষ্টির জেরে এদিন ভেঙে যায় নন্দাদেবী হিমবাহ। তার জেরেই এত বড় বিপর্যয় বলে দাবি উত্তরাখণ্ড প্রশাসনের। এদিকে ইতিমধ্যেই এনডিআরএফ-র সঙ্গে উদ্ধারকাজে হাত লাগিয়েছে ভারতীয় সেনা। দুর্গতদের উদ্ধারে মাঠে নেমেছে বায়ুসেনার চপারও। জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে নৌসেনার বিশেষ ডুবুরি দল। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এদিন টুইটারে রাষ্ট্রপতি লেখেন, “উত্তরাখণ্ডের জোশীমঠের কাছে হিমবাহ ভেঙে পড়ে ধ্বংসের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। মানুষজনের সুরক্ষা ও সুস্থতার জন্য প্রার্থনা জানাচ্ছি। আমি নিশ্চিত, উদ্ধারকার্য ও ত্রাণকার্য ভালভাবেই চলছে।”

এদিকে পর্যটকদের ভরা মরশুমে হরিদ্বার-হৃষিকেশে হড়বা বানের কারণে গঙ্গার জলস্তর আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। দেরাদুনেও জারি করা হয়েছে হাই অ্যালার্ট। বিষ্ণুপ্রয়াগ, জোশীমঠ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, ঋষিকেশ ও হরিদ্বারে জারি লাল সতর্কতা।অন্যদিকে গোটা ঘটনায় শোক প্রকাশ করতে দেখা যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে। উদ্বেগ প্রকাশ করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। দিলেন পাশে থাকার বার্তাও। সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, 'উত্তরাখণ্ডের চামোলিতে হড়পা বানের বিষয়ে আমরা খোঁজখবর শুরু করে দিয়েছি। আমাদের আধিকারিকরা উত্তরাখণ্ডের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করছেন। গঙ্গার জলস্তর বেড়ে যাওয়ার আশঙ্কায় প্রয়োজনীয় সতর্কতাও অবলম্বন করা হচ্ছে।’

বিজেপি সরকার এলেই আসল পরিবর্তন! প্রথম মন্ত্রিসভার বৈঠকে কীকী বিষয়ে সিদ্ধান্ত, বললেন মোদীবিজেপি সরকার এলেই আসল পরিবর্তন! প্রথম মন্ত্রিসভার বৈঠকে কীকী বিষয়ে সিদ্ধান্ত, বললেন মোদী

English summary
President Ramnath Kovind tweeted expressing concern over the natural calamity in Uttarakhand
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X