For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরাখণ্ডে বিপর্যয়ে মৃত্যুমিছিল অব্যাহত, ১৭১ জনের খোঁজের মাঝে উদ্ধার ২৬ জনের দেহ

  • |
Google Oneindia Bengali News

উত্তরাখণ্ডে এখনও বিপর্যয়ের ক্ষত কাটেনি। এখনও যাঁরা বাড়ি ফিরে আসেননি তাঁদের নিয়ে উদ্বেগে গোটা পরিবার। কেউ মেয়ে, কেউ স্বামী, কেউ স্ত্রী, কেউ বন্ধু , কেউ সন্তানের খোঁজে তপোবন থেকে ঋষিগঙ্গা প্রজেক্টের আশপাশের এলাকায় ঘুরছেন।

উত্তরাখন্ডের বিপর্যয়ে মৃত্যুমিছিল অব্যাহত, ১৫০ জনের খোঁজের মাঝে উদ্ধার ২৬ টি দেহ

এদিকে, যুদ্ধকালীন তৎপরতায় উত্তরাখন্ডে চলছে উদ্ধারের কাজ। ইতিমধ্যেই এনডিআরএফ থেকে আইটিবিপি নেমে পড়েছে উদ্ধারের কাজে। এর এই উদ্ধার কাজের মাঝেই এখনও পর্যন্ত ২৬ টি মৃতদেহ খুঁজে পাওয়া গিয়েছে। খোঁজ চলছে ১৭১ জনের। এদিকে, উত্তরাখন্ডের ঘটনাকে হিমবাহে ফাটল মানতে নারাজ সেখানের মুখ্যমন্ত্রী। উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র রাওয়াত জানিয়েছেন সেরাজ্যের বিপর্যয়ের কারণ মূলত তুষার ধস।

এদিকে, নরেন্দ্র মোদী এদিন উত্তরাখন্ডের ঘটনা নিয়ে বৈঠকে বসেছেন। অন্যদিকে, ধৌলি গঙ্গা নদীর উপর তপোবন টানেলে যুদ্ধকালীন তৎপরতায় চলছে নিখোঁজদের তল্লাশি। প্রাণের ঝুঁকি নিয়ে তিন বাহিনী প্রবল তৎপরতায় চালাচ্ছে কাজ। পাশাপাশি গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরপ্রদেশ সরকার চালাচ্ছে পর্যালোচনার বৈঠক।

English summary
Uttarakhand Glacier Burst, 26 bodies recovered, 171 still missing; rescue operations underway
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X