For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এলাহাবাদের পর এবার আগ্রার নাম পরিবর্তনের পথে উত্তরপ্রদেশের যোগী সরকার

উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকার এবার আগ্রা জেলার নাম পরিবর্তনের পথ এগোচ্ছে। জানা গিয়েছে উত্তরপ্রদেশ সরকার আগ্রা জেলার নাম পরিবর্তন করে আগ্রাবন রাখার চিন্তা ভাবনা করছে।

Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকার এবার আগ্রা জেলার নাম পরিবর্তনের পথ এগোচ্ছে। জানা গিয়েছে, উত্তরপ্রদেশ সরকার আগ্রা জেলার নাম পরিবর্তন করে আগ্রাবন রাখার চিন্তা ভাবনা করছে। এই বিষয়ে সরকারের তরফে আম্বেডকর বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ পরামর্শ চাওয়া হয়েছে।

আগ্রার নাম পরিবর্তন নিয়ে ইতিহাসবিদদের পরামর্শ চাইল সরকার

আগ্রার নাম পরিবর্তন নিয়ে ইতিহাসবিদদের পরামর্শ চাইল সরকার

জানা গিয়েছে আগ্রা নামের ঐতিহাসিক পর্যালোচনা করতে বলে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে আম্বেডকর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগকে। এই নির্দেশের পর ইতিহাস বিভাগ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, অনেকের বিশ্বাস বর্তমানের আগ্রার পার্শ্ববর্তী এলাকাকে আগ্রাবন বল হত এককালে। সেই বিশ্বাস থেকেই এই নাম পরিবর্তনের চিন্তা ভাবনা শুরু করে সরকার। কোন পরিস্থিতিতে আগ্রার নাম পরিবর্তন করে আগ্রা রাখা হয় সেই বিষয়ে খতিয়ে দেখতে ইতিহাসবিদদের নির্দেশ দিয়েছে সরকার।

এর আগে এলাহাবেদের নাম পরিবর্তন করে যোগী সরকার

এর আগে এলাহাবেদের নাম পরিবর্তন করে যোগী সরকার

এর আগে ওই রাজ্যের ঐতিহ্যবাহী শহর এলাহাবাদের নাম বদল করে যোগী সরকার। শহরের নাম পাল্টে প্রয়াগরাজ করা হয়। এছাড়া উত্তর প্রদেশের ঐতিহাসিক রেলস্টেশন মোগলসরাইর নাম বদলে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নগর জংশন করা হয়। মোগলসরাই হলো ভারতের চতুর্থ ব্যস্ততম রেলস্টেশন। আর এই স্টেশনেরই রয়েছে এশিয়ার সর্ববৃহৎ রেল ইয়ার্ড। এই ইয়ার্ডের দৈর্ঘ্য সাড়ে ১২ কিলোমিটার। এখানে ৫ হাজার ওয়াগন রাখার ব্যবস্থা রয়েছে। মোগলসরাই রেলস্টেশনের প্রতিষ্ঠা ১৮৬২ সালে।

লখনৌ সহ আরও জায়গার নাম বদলের দাবি বিজেপি-র

লখনৌ সহ আরও জায়গার নাম বদলের দাবি বিজেপি-র

এছাড়া উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তনের দাবি তুলেছে বিজেপি নেতারা। আজমগড়কে আরিয়ামগড়, আলীগড়কে হরিগড় এবং মুজাফফরনগরকে লক্ষ্মীনগরে নামকরণের দাবি উঠেছে বিভিন্ন সময়। এমন কী উত্তরপ্রদেশ রাজ্যের রাজধানীর লখনৌর নামও বদলে দেওয়ার দাবি ওঠে। তাদের দাবি, লখনৌর আদি নাম ছিল লক্ষ্মণপুর।

শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের, কাশ্মীর ইস্যুতে উত্তাল লোকসভাশীতকালীন অধিবেশনের প্রথম দিনেই বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের, কাশ্মীর ইস্যুতে উত্তাল লোকসভা

English summary
uttar pradesh government under yogi adityanath planning to change name of agra to agravan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X