For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌এ বছরের জানুয়ারিতে শহুরে বেকারত্ব বেড়েছে ৯.‌৭ শতাংশ, জানাচ্ছে সিএমআইই রির্পোর্ট

‌এ বছরের জানুয়ারিতে শহুরে বেকারত্ব বেড়েছে ৯.‌৭ শতাংশ, জানাচ্ছে সিএমআইই

Google Oneindia Bengali News

নতুন বছরের জানুয়ারি মাসে ভারতের বেকারত্বের হার ৭.‌১৬ শতাংশে দাঁড়িয়ে রয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরে হ্রাস পেয়ে রেকর্ড ৭.‌৬ শতাংশে ছিল বলে জানিয়েছে ভারতীয় অর্থনীতির পর্যবেক্ষক কেন্দ্র (‌সিএমআইই)‌।

শহরে নেই কর্মসংস্থান

শহরে নেই কর্মসংস্থান

তবে শহুরে বেকারত্ব বেড়েছে ৯.‌৭ শতাংশ, যা ডিসেম্বর ২০১৯ সালে রেকর্ড করা ৯ শতাংশ থেকে তীব্র বৃদ্ধি পেয়েছে। ২০২০ সালের জানুয়ারিতে শেষ হওয়া ১২ মাসের মাসিক বেকাত্বের গড় দাঁড়িয়েছে ৭.‌৪ শতাংশে।

বেকারত্বের হার বেড়েই চলেছে

বেকারত্বের হার বেড়েই চলেছে

সিএমআইই-এর সিইও মহেশ ব্যাস তাঁর বিজনেস স্ট্যান্ডার্ড কলমে বলেন, ‘‌২০১৯ সালের আগস্ট ও অক্টোবরে বেকারত্বের হার ৮ শতাংশ অতিক্রম করে যায়। তবে, অক্টোবরের পর থেকে এটি স্বতন্ত্রভাবে কমে। তবে এই হারটি ৮ শতাংশের নিচে নির্ধারিতভাবে নেমে গেছে বলে মনে হলেও এটি ৭ শতাংশের থেকেও স্পষ্টতই বেশি রয়েছে। স্পষ্টতই, যদিও বেকারত্ব (১২ মাসের সময়কালের হার) প্রায় ৭.৪ % এর তুলনায় বেশ বেশি, তবে এটি ২০১৭ সালের মাঝামাঝি থেকে এখনও বেড়েই চলেছে। নতুন ঘটমান বিষয়ের ফলে মাসের পর মাস বেকারত্বের হার বেড়েই চলেছে।'‌

শিল্প ও আর্থিক মন্দা দায়ি

শিল্প ও আর্থিক মন্দা দায়ি

শিল্পের ভাটার টান এবং অর্থব্যবস্থায় সার্বিক মন্দাবস্থার দরুন ভারতে বেকারত্বের হার প্রায় সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। সরকার প্রকাশিত কর্মসংস্থান সংক্রান্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, দেশে বেকারত্বের হার ২০১৭-১৮ সালে ছিল ৬.১ শতাংশ, যা বিগত ৪৫ বছরে সর্বোচ্চ। সিএমআইই রিপোর্ট জানাচ্ছে যে পুরুষদের মধ্যে এই হার ৬.২ শতাংশ হলেও মহিলাদের মধ্যে এই হার ১৭.৫ শতাংশ। আর শহরের মহিলাদের ক্ষেত্রে এই হার সমস্ত রেকর্ড ভেঙে ২৬ শতাংশে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ, শহরে প্রতি ৪ জন মহিলার একজন বেকারত্বের গ্লানি ভোগ করছেন। মনে রাখতে হবে যে, বেকারত্ব মানে তাঁরা কাজ খুঁজছেন কিন্তু পাচ্ছেন না।

English summary
In January 2020, the unemployment rate in India was 7.16%, a decline from the 7.6% mark recorded in December 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X