For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

UP election 2022: অখিলেশের বিরুদ্ধে প্রার্থী দেবে না কংগ্রেস, নতুন কোন সমীকরণের ইঙ্গিত

UP election 2022: অখিলেশের বিরুদ্ধে প্রার্থী দেবে না কংগ্রেস, নতুন কোন সমীকরণের ইঙ্গিত

Google Oneindia Bengali News

অখিলেশ যাদবের বিরুদ্ধে কোনও প্রার্থী দেবে না কংগ্রেস। দলের এই সিদ্ধান্তে নতুন সমীকরণের ইঙ্গিত দেখছে রাজনৈতিক মহল। তাহলে কী ভোট পরবর্তী জোটের পথ সুগম রাখতেই কংগ্রেস এই সিদ্ধান্ত নিচ্ছে। যদিও ভোটের আগে কংগ্রেসের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্তই নিয়েছে সমাজবাদী পার্টি। গত বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে খারাপ ফলাফলের মুখে পড়তে হয়েছিল সমাজবাদী পার্টিকে। সেকারণেই এবার একক লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে আর এলডির সঙ্গে জোট গড়েছে সপা।

UP election 2022: অখিলেশের বিরুদ্ধে প্রার্থী দেবে না কংগ্রেস, নতুন কোন সমীকরণের ইঙ্গিত

প্রথমের দিকে কোনও আসনেই প্রার্থী হবেন না বলে জানিয়েছিলেন অখিলেশ যাদব। এখনও পর্যন্ত কারনার কেন্দ্র থেকে কোনও প্রার্থী দেয়নি কংগ্রেস। মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় পেরিয়ে গিয়েছে। কংগ্রেসের ইউনিট প্রেসিডেন্ট জানিয়েছেন ২০১৯-র লোকসভা ভোটে রায়বরেলি এবং অমেঠি এই দুই কেন্দ্রে কোনও প্রার্থী দেয়নি সমাজবাদী পার্টি। রায়বরেলিতে প্রার্থী ছিলেন সোনিয়া গান্ধী আর অমেঠিতে প্রার্থী ছিলেন রাহুল গান্ধী। সেসময় সমাজবাদী পার্টি যে সৌজন্য দেখিয়ে প্রার্থী দেয়নি এবার তাই তার পাল্টা সৌজন্য দেখিেয় অখিলেশ যাদব তাঁর কাকা শিবপাল যাদবের কেন্দ্রে কোনও প্রার্থী দেয়নি কংগ্রেস। শিবপাল যাদব প্রার্থী হয়েছেন যশবন্ত নগর কেন্দ্র থেকে।

কংগ্রেসের এটওয়া জেলা সভাপতি জানিয়েছেন যশবন্ত নগর এলাকায় প্রার্থী হওয়ার জন্য ৬ জনের নাম পাঠিয়েছিল দল। কিন্তু কংগ্রেস হাইকমান্ড সবকটি নাম খারিজ করে দিয়ে সেই কেন্দ্রে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে। কংগ্রেস প্রথমে জ্ঞানবতী যাদবের নাম ঘোষণা করেছিল কার্নাল েকন্দ্রে। কিন্তু সেটা খারিজ করে দেয় কংগ্রেস হাইকমান্ড। অখিলেশ যাদব সেই কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়ার পরেই এই সিদ্ধান্ত নেয়। এই নিয়ে ষষ্ঠবার যশবন্ত নগর এলাকা থেকে প্রার্থী হচ্ছেন। দুই কেন্দ্রেই ভোট আগামী ২০ ফেব্রুয়ারি।

ভোট পরবর্তী পথ জোটের পথ সুগম রাখতেই কংগ্রেস এই সিদ্ধান্ত নিেয়ছে বলে মনে করছে রাজনৈিতক মহল। উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে একক লড়াইয়ের পথেই হাঁটছে বড় দলগুলি। কংগ্রেস থেকে শুরু করে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি সকলেই একক লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে। উত্তর প্রদেশে এবার মুখ্যমন্ত্রী মুখ প্রিয়াঙ্কা গান্ধী। তবে তিনি এখনও কোনও কেন্দ্রে প্রার্থী হননি। অখিলেশের সঙ্গে হাত মেলালে মুখ্যমন্ত্রী পদ নিয়ে কংগ্রেসের বিরোধ তৈরি হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

English summary
UP assembly election 2022: Congress not issue any candidate against Akhilesh Yadav
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X