For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর নিয়ে বৈঠক সর্বদল বৈঠক মেহবুবার! মোদী ক্যাবিনেটের বৈঠক সোমবার সকালে

কাশ্মীর নিয়ে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির বাড়িতে সর্বদল বৈঠক।

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীর নিয়ে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির বাড়িতে সর্বদল বৈঠক। সন্ধে ছটায় এই বৈঠক শুরু হয়েছে। যদিও এর আগে হোটেলেই এই বৈঠক হওয়ার কথা ছিল বলে দাবি মুফতির। তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, পুলিশের তরফে সবকটি হোটেলকে বলা হয়েছে, সেখানে যেন কোনও রাজনৈতিক বৈঠক না করা হয়।

মেহবুবার দাবি

মেহবুবার দাবি

মেহবুবা মুফতি এদিন দাবি করেন, তিনি কেন্দ্রের কাছে সবরকমভাবে আবেদন করেছেন যাতে রাজ্যের বিশেষ মর্যাদা যেন তুলে নেওয়া না হয়। সংবিধানের ৩৫এ এবং ৩৭০ ধারা নিয়ে যদি কোনও সিদ্ধান্ত নেওয়া হয় তার জন্য কেন্দ্রকেই ফল ভুগতে হবে বলে জানিয়েছেন তিনি। এপ্রসঙ্গে কেন্দ্রের কাছে আবেদন করলেও, কেন্দ্রের তরফে কোনও আশ্বাস মেলেনি বলেই জানিয়েছেন তিনি।

অমিত শাহের বৈঠক

অমিত শাহের বৈঠক

অন্যদিকে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, 'র'-এর সামান্ত গোয়েল এবং স্বরাষ্ট্রসচিব রাজীব গাউবার সঙ্গে। তাঁরা কাশ্মীর প্রসঙ্গে আলোচনা করেছেন বলে সূত্রের খবর।

গোয়েন্দা রিপোর্টে পুলওয়ামার মতো হামলার ব্যাপারে সতর্ক করা হয়েছে। সেই পরিস্থিতিতে রাজ্য জুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। অন্যদিকে নিরাপত্তার কথা মাথায় রেখে অমরনাথ যাত্রাও স্থগিত করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রায় ২৫ হাজার বাড়তি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয় সেখানে।

প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রীর বৈঠক

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী বাসভবনে বৈঠক কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসতে চলেছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। সেখানে কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

English summary
Union cabinet meeting on Kashmir will be held on Monday at PM's residence. PDPleader Mehbooba Mufti attended all party meeting at her residence in kashmir.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X