For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের ৫ রাষ্ট্রয়ত্ত সংস্থার বিলগ্নিকরণ! সিদ্ধান্ত মোদী ক্যাবিনেটের

এখনও পর্যন্ত দেশের সব থেকে বড় বিলগ্নিকরণের সিদ্ধান্ত। কেন্দ্রীয় ক্যাবিনেট এই সিদ্ধান্ত নিয়েছে। আপাতত ৫ টি রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ হবে।

  • |
Google Oneindia Bengali News

এখনও পর্যন্ত দেশের সব থেকে বড় বিলগ্নিকরণের সিদ্ধান্ত। কেন্দ্রীয় ক্যাবিনেট এই সিদ্ধান্ত নিয়েছে। আপাতত ৫ টি রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ হবে। যার মধ্যে রয়েছে, তেল সংস্থা বিপিসিএল, সিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং কনকর। এইসব সংস্থায় সরকারি অংশীদারিত্বের পরিমাণ ৫১ শতাংশের নিচে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সরকারের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তাদের প্রশ্ন, এইভাবে সরকারি সম্পত্তি বেচে দিয়ে আদৌ কি দেশের অর্থনীতি চাঙ্গা করা যাবে?

দেশের ৫ রাষ্ট্রয়ত্ত সংস্থার বিলগ্নিকরণ! সিদ্ধান্ত মোদী ক্যাবিনেটের

বুধবার অর্থনীতি বিষয়ক ক্যাবিনেট কমিটি সরকারের হাতে থাকা রাষ্ট্রয়ত্ত তেল সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের ৫৩.২৯ শতাংশ শেয়ারের পুরোটাই বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ভারত পেট্রোলিয়াম দেশের দ্বিতীয় বড় তেল পরিশোধনকারী সংস্থা।

অর্থনীতি বিষয়ক ক্যাবিনেট কমিটি শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার ৬৩.৭৫ শতাংশ অংশীদারিত্ব এবং কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়ার ৩০.৮ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এই মুহুর্তে সরকারের হাতে কন্টেনার কর্পোরেশনের ৫৪.৮০ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। বিলগ্নিকরণের সিদ্ধান্তের পর সরকারের হাতে থাকবে ২৪ শতাংশ শেয়ার।

এছাড়াও সরকার টিএইচডিসি এবং নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেডও বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, ওপরের পাঁচটি সংস্থা ছাড়াও, ক্যাবিনেট নির্দিষ্ট কিছু রাষ্ট্রায়ত্ত সংস্থায় অংশীদারিত্বের পরিমাণ ৫১ শতাংশের নিচে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও সংস্থাগুলির ম্যানেজমেন্ট কন্ট্রোল সরকারের হাতেই থাকবে।

English summary
Union cabinet approves sale of BPCL, SCI and Concor
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X