For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সীমান্তে নিহত বিচ্ছিন্নতাবাদী আলফা প্রধান পরেশ বড়ুয়া! জল্পনা শুরু স্বরাষ্ট্রমন্ত্রকেও

ক’দিন আগেই অসমে পাঁচ বাঙালিকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠেছিল আলফার বিরুদ্ধে। অসম প্রশাসন কয়েকজন আলফা নেতাকে গ্রেফতারও করেছিল।

  • |
Google Oneindia Bengali News

ক'দিন আগেই অসমে পাঁচ বাঙালিকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠেছিল আলফার বিরুদ্ধে। অসম প্রশাসন কয়েকজন আলফা নেতাকে গ্রেফতারও করেছিল। যদিও আলফা সরকারিভাবে সেই দায় স্বীকার করেনি। এবার আলফা প্রধানের নিহত হওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। উত্তর-পূর্বের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে তাঁর নিহতের খবর।

সীমান্তে নিহত বিচ্ছিন্নতাবাদী আলফা প্রধান পরেশ বড়ুয়া! জল্পনা শুরু স্বরাষ্ট্রমন্ত্রকেও

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মায়ানমার-চিন সীমান্তে মোস্ট ওয়ান্টেড জঙ্গি তথা আলফা বিচ্ছিন্নতাবাদী সংগঠনের প্রধান পরেশ বড়ুয়ার মৃত্যু হয়েছে একট দুর্ঘটনার জেরে। তাঁর মৃত্যু নিয়ে অবশ্য সংগঠনের তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি। গোয়েন্দা সূত্রে এই খবর প্রকাশিত হয় উত্তর-পূর্বাঞ্চলের সংবাদমাধ্যমগুলিতে।

সেই খবরের সূত্র ধরেই জানা গিয়েছে, সীমান্ত এলাকায় জঙ্গি নেতা পরেশ বড়ুয়া দুর্ঘটনায় আহত হন। তারই জেরে তাঁর মৃত্যু হয়। তিনি বর্তমানে চিনের রুইলি শহরে ঘাঁটি গেড়েছিলেন বলে জানা গিয়েছে। সেখান থেকেই মায়ানমারে তিনি নাশকতামূলক কাজকর্মে নেতৃত্ব দিতেন। ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম, সংক্ষেপে আলফার নেতৃত্বেই অসমে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হয়েছিল।

খবরে প্রকাশ, গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, এক সপ্তাহ আগে পরেশ বড়ুয়ার মৃত্যুর খবর আসে। দুর্ঘটনায় তাঁর হাত-পা ভেঙে যায়। শরীরে অন্যান্য অংশেও আঘাত লাগে। তার জেরেই মৃত্যু হয় পরেশ বড়ুয়ার। তবে অসম পুলিশের কাছে পরেশ বড়ুয়ার মৃত্যু সংক্রান্ত কোনও তথ্য নেই। এই খবরে স্বরাষ্ট্র দফতরেও জল্পনা শুরু হয়েছে।

English summary
ULFA chief Paresh Barua is died in an accident at China-Myanmar border. The speculation is running from police to home ministry,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X