For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বুলন্দশহরের সাধু হত্যাকে সাম্প্রদািয়ক রং দেওয়া উচিত হবে না, দাবি উদ্ধব ঠাকরের

বুলন্দশহরের সাধু হত্যাকে সাম্প্রদািয়ক রং দেওয়া উচিত হবে না, দাবি উদ্ধব ঠাকরের

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রের পালঘরের ঘটনার মত বুলন্দশহরের সাধু হত্যার ঘটনাকে সাম্প্রদায়ীক রং দেওয়া উচিত হবে না। আগেই এই নিয়ে সতর্ক করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তিনি এই ঘটনা নিয়ে সরাসরি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করেছিলেন। যদিও মহারাষ্ট্রের পালঘরে দুই সন্ন্যাসীকে হত্যার ১৪ দিনের মধ্যেই উত্তর প্রদেশের বুলন্দশহরে দুই সাধুকে হত্যার ঘটনা ঘটেছে।

সাম্প্রদায়িক রং না দেওয়ার অনুরোধ

সাম্প্রদায়িক রং না দেওয়ার অনুরোধ

উত্তর প্রদেশের বুলন্দশহরে চুরির অভিযোগে দুই সাধুকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মহারাষ্ট্রের পালঘরে দুই সন্ন্যাসীকে হত্যার ১৪ দিনের মধ্যেই এই ঘটনা ঘটে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। তিনি এই বলেছেন এই ধরনের ঘটনাকে কখনওই মহারাষ্ট্রের পালঘরের সন্ন্যাসী হত্যার ঘটনার মত সাম্প্রদায়িক রং দেওয়া ঠিক হবে না। কারণ পরে তদন্তে জানা গিয়েছিল পালঘরে দুই সন্ন্যাসীকে হত্যার ঘটনায় কোনও মুসলিম জড়িত নেই।

যোগীকে ফোন উদ্ধবের

যোগীকে ফোন উদ্ধবের

বুলন্দশহরে মন্দিরে দুই সাধুকে হত্যার ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তিনি এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যোগী আদিত্যনাথের কাছে। একই সঙ্গে ঘটনার অত্যন্ত নিন্দাও করেছেন তিনি। শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউতও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। এবং এই ঘটনাকে কোনও রাজনৈতিক রং না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। সঞ্জয় রাউত বলেছেন দেশ এখন করোনা ভাইরাসের মত মারাত্মক মহামারীর শিকার এই পরিস্থিতিতে এই ধরনের ঘটনাকে বেশি রাজনৈতিক বা সাম্প্রদায়িক রং না দেওয়াই ভাল।

বুলন্দ শহরে সাধু হত্যা

বুলন্দ শহরে সাধু হত্যা

গাঁজা খাওয়ার টাকা চুরি করতে এসে দুই সাধুর হাতে বাধা পেয়েছিল রাজু বলে বুলন্দশহরের পাগোনা গ্রামের এক বাসিন্দা। মন্দিরের দুই সাধু তাতে বাধা দিলে রাজু তাঁদের তরোয়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। পরের দিন সকালে মন্দিের দুই সাধুর দেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা।

English summary
Uddhav Thackeray says Bulandshahr killing is not comminal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X