For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘কর্ণাটক-অধিকৃত মহারাষ্ট্রে’র মুক্তি দাবি, মোদী সরকারকে বার্তা সেনা প্রধান উদ্ধবের

জামিয়া মিলিয়া ইসলামিয়ার ঘটনাকে জালিয়ানওয়ালাবাগ গণহত্যার সঙ্গে তুলনা করেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এবার তিনি বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন।

  • |
Google Oneindia Bengali News

জামিয়া মিলিয়া ইসলামিয়ার ঘটনাকে জালিয়ানওয়ালাবাগ গণহত্যার সঙ্গে তুলনা করেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এবার তিনি বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন। কর্ণাটকের সঙ্গে মহারাষ্ট্রের সীমান্ত বিবাদ উসকে তিনি বলেন, কর্ণাটক সরকার পক্ষপাতদুষ্ট আচরণ করছে।

 ‘কর্ণাটক-অধিকৃত মহারাষ্ট্রে’র মুক্তি দাবি, মোদী সরকারকে বার্তা সেনা প্রধান উদ্ধবের

তিনি 'কর্ণাটক-অধিকৃত মহারাষ্ট্রে'র মুক্তির দাবি তোলেন। রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির ভাষণের পরে মহারাষ্ট্র বিধানসভায় উদ্ধব ঠাকরে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে বলেন, তারা হিন্দুদের ন্যায়বিচার দিতে ব্যর্থ হয়েছেন। মোদী-শাহকে নিশানায় তিনি বলেন, আপনাদের দল কর্ণাটকে ক্ষমতায় ফিরে আসার পরও মারাঠিরা সুবিচার পায়নি।

উদ্ধবের কথায়, বিজেপি তো ক্ষমতায ফিরে্ছে। মুখ্যমন্ত্রী হয়েছেন, এখনও কেন মারাঠিভাষীদের উপর নৃশংসতা অব্যাহত রয়েছে্। তাই কর্ণাটক অধিকৃত-মহারাষ্ট্রকে মুক্ত করার জন্য আমাদের একত্রিত হওয়া উচিত। যখন এই মামলাটির সুপ্রিম কোর্টে শুনানি চলছে হচ্ছে, তখন বিজেপি নেতৃত্বাধীন সরকার কর্ণাটককে সমর্থন দিয়েছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

মহারাষ্ট্র সরকার দাবি করেছে, যে বেলগাঁও পূর্ববর্তী বোম্বে প্রেসিডেন্সির অংশ ছিল। কিন্তু বর্তমানে কর্ণাটকের একটি জেলা। ভাষাগত কারণে এই বিভাজন হয়েছিল। এই ইস্যুতে কেন্দ্রীয় সরকার কর্ণাটকের পক্ষ নিয়েছে এবং সুপ্রিম কোর্টের সামনে আইনি লড়াইয়ে মহারাষ্ট্রকে উপেক্ষা করেছে।

উদ্ধব বলেন, গত পাঁচ বছর ধরে এই সমস্যা চলছে এবং সবাইকে অন্ধকারে রাখা হয়েছে। এদিন বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইনকে কেন্দ্র করে সরকারকে লক্ষ্য করে ঠাকরে প্রশ্ন করেন, কেন্দ্রীয় সরকার কীভাবে অন্য দেশের হিন্দুদের জন্য এদেশে বসতি স্থাপন করবে।

উদ্ধব বলেন, আমি জানতে চাই অন্যান্য দেশের হিন্দু হিসেবে কাদের কীভাবে নির্ণয় করা হচ্ছে। আমি মনে করি না কেন্দ্র এর জন্য কোনও পরিকল্পনা করেছে। শিবসেনা এর আগে লোকসভায় নাগরিকত্ব সংশোধনী আইনকে সমর্থন করেছিল। দলটি অবশ্য রাজ্যসভায় ওয়াকআউট করে বলেছিল যে, তাঁদের প্রশ্নের কোনও স্পষ্ট জবাব পাননি।

পেশিশক্তি না দেখিয়ে গণতন্ত্রের কাছে মাথানত করুন, 'শান্তি' প্রতিষ্ঠায় মোদীকে বার্তা মমতারপেশিশক্তি না দেখিয়ে গণতন্ত্রের কাছে মাথানত করুন, 'শান্তি' প্রতিষ্ঠায় মোদীকে বার্তা মমতার

English summary
Chief Minister Uddhav Thackeray has accused BJP-led NDA government over border dispute with Karnataka. He says that 'Karnataka-occupied Maharashtra' must be free
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X