For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রামমন্দির নিয়ে বিজেপি-শিবসেনা তরজা! 'হিন্দুত্ববাদ'-এর রাজনীতি নিয়ে টানাপোড়েন দুই গেরুয়া শিবিরে

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে মহা আঘাড়ি সরকারের ১০০ দিন পূর্ণ উপলক্ষে ৭ মার্চ অযোধ্যা গিয়ে রামলালার দর্শন করেছিলেন শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সেই সময়ই তিনি বিজেপিকে তোপ দেগে স্পষ্ট করে দিয়েছিলেন, কংগ্রেস-এনসিপির সঙ্গে জোট বাঁধলেও হিন্দুত্ববাদ থেকে সরে আসছে না শিবসেনা। পাশাপাশি মন্দির নির্মাণে ১ কোটি টাকা দান করার কথাও ঘোষণা করেছিলেন উদ্ধবের। এরপরেই বিজেপির তরফ থেকে ধেয়ে এসেছিল আক্রমণে তির।

উদ্ধবের অযোধ্যা যাত্রা নিয়ে আক্রমণ বিজেপির

উদ্ধবের অযোধ্যা যাত্রা নিয়ে আক্রমণ বিজেপির

তবে উদ্ধবের অযোধ্যা সফর নিয়ে আক্রমণ শানিয়েছিল বিজেপি। সেই আক্রমণের জবাবে আজ মুখ খুলল শিনসেনা। আজ এই বিষয়ে এক প্রতিবেদন প্রকাশিত হয় শিবসেনার মুখপত্র সামনাতে। তাতে লেখা হয়, 'মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের অযোধ্যা যাত্রা সফল হয়েছে। তবে মুখ্যমন্ত্রীর এই সফর নিয়ে অযথা জলঘোলা করছে বিজেপি। যখন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে দেবেন্দ্র ফড়নবিশ ছিলেন, তখনও অযোধ্যা গিয়েছিলেন শিবসেনা প্রধান। তখনও উদ্ধব ঠাকরে হিন্দুত্ববাদী ছিলেন। তবে এখন হঠাৎ করে বিজেপির চোখে তিনি হিন্দুত্ববাদী নয়।'

বিজেপিকে পাল্টা জবাব শিবসেনার

বিজেপিকে পাল্টা জবাব শিবসেনার

এরপর সামনাতে আরও লেখা হয়, 'সত্যি কথাটা হল, উদ্ধব ঠাকরে কংগ্রেস ও এনসিপির সঙ্গে হাত মিলিয়ে রাজ ধর্ম পালন করেছেন। তিনি মহারাষ্ট্রের জনগণকে সব রকম ভাবে সাহায্য করতে এবং তাদের সবরকম প্রয়োজন মেটাতে বদ্ধপরিকর। শ্রী রাম এভাবেই রাজ ধর্ম পালন করতেন।'

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে অযোধ্যায় যান উদ্ধব

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে অযোধ্যায় যান উদ্ধব

শনিবার মহা আঘআড়ি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে অযোধ্যায় যান উদ্ধব ঠাকরে। অবশ্য এর আগেই শিবসেনা নেতা সঞ্জয় রাউতের নেতৃত্বে এক প্রতিনিধিদল অযোধ্যায় পৌঁছে যায়। আজ শিবসেনা প্রধানের সঙ্গে সঞ্জয় রাউত ছাড়াও ছিলেন তাঁর ছেলে আদিত্য ঠাকরে।

রামমন্দির নির্মাণে ১ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা উদ্ধবের

রামমন্দির নির্মাণে ১ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা উদ্ধবের

সেদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'গত দেড় বছরে এটি আমার তৃতীয় অযোধ্যা সফর। আমি এখানে রামলালার আশীর্বাদ নিতে এসেছি। এখানে আজ আমি পুজো দেব।' এরপর তিনি বলেন, 'আমি আজ রামমন্দির নির্মাণের জন্য ১ কোটি টাকা অর্থ সাহায্যের কথা ঘোষণা করতে চাই। অবশ্য এই টাকা আমার ট্রাস্ট থেকে দেওয়া হবে।'

উদ্ধবের ঘোষণায় অস্বস্তিতে শরিকরা!

উদ্ধবের ঘোষণায় অস্বস্তিতে শরিকরা!

বিজেপিকে আক্রমণ করে উদ্ধব বলেছিলেন, 'আমি বিজেপি থেকে আলাদা হয়েছি, হিন্দুত্ববাদ থেকে নয়। বিজেপি মানেই হিন্দুত্ব নয়। হিন্দুত্ব আলাদা, বিজেপি আলাদা। আজ আমার সঙ্গে এখানে গেরুয়া পরিবারের অনেক সদস্য রয়েছেন।' তবে শিবসেনার এই রাম মন্দির নির্মাণের জন্য অর্থ সাহায্যের বিষয়টি কেমন চোখে দেখছে জোট শরিকরা? এখনও পর্যন্ত কংগ্রেস বা এনসিপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া না গেলেও সূত্রের খবর, উদ্ধব ঠাকরের এই ঘোষণার জেরে বেশ অশ্বস্তিতে রয়েছে কংগ্রেস ও এনসিপি।

English summary
tussle between bjp and shiv sena regarding ram mandir and hindutva politics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X