For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ত্রিপুরার 'কুইন'-এর বিদেশ যাত্রা! মোদীর স্বপ্ন বাস্তবের পথে বললেন মুখ্যমন্ত্রী

ত্রিপুরার আনারস এবার দুবাইয়ের পথে। কুইন প্রজাতির একটন আনারস দুবাই পাঠানো হয়েছে।পতাকা নেড়ে রাজ্যের ফলের বিদেশ যাত্রার সূচনা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব এবং কৃষিমন্ত্রী প্রাণজিত সিনহা।

  • |
Google Oneindia Bengali News

ত্রিপুরার আনারস এবার দুবাইয়ের পথে। কুইন প্রজাতির একটন আনারস দুবাই পাঠানো হয়েছে। গ্রীষ্মমণ্ডলের এই ফলকে বিশ্বের কাছে জনপ্রিয় করতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। পতাকা নেড়ে রাজ্যের ফলের বিদেশ যাত্রার সূচনা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং কৃষিমন্ত্রী প্রাণজিত সিনহা। আগরতলা থেকে প্রায় ৫ কিমি দূরে নাগিচেরার হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্সে অনুষ্ঠানটি হয়।

ত্রিপুরার কুইন-এর বিদেশ যাত্রা! মোদীর স্বপ্ন বাস্তবের পথে বললেন মুখ্যমন্ত্রী

সামনের দুই দিনে প্রতিদিন একটন করে আনারস পাঠানোর জন্য রেডি করা হচ্ছে বলে জানা গিয়েছে।
এগ্রিকালচার অ্যান্ড প্রোসেসড ফুড প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথোরিটির তরফে আনারস রপ্তানির এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ধলাই জেলার কালামপুর মহকুমার বিলাসছেড়া গ্রামের আট কৃষকের কাছ থেকে প্রায় হাজার কেজি আনারস সংগ্রহ করা হয়। প্রতি কেজির দাম পড়েছে ২১ টাকা করে। দিল্লি হয়ে এই আনারস দুবাই পৌঁছে যাবে মঙ্গলবারে।

দুবাই ও অন্য দেশে আনারস বিক্রি করতে ১৮ মে ত্রিপুরা সরকারের সঙ্গে কলকাতার আমদানি-রপ্তানি সংস্থা ক্রেমারি ক্রাফ্ট এবং স্পাইসজেট মার্চেনডাইসের চুক্তি হয়েছিল।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুন করবেন। সেই স্বপ্ন পূরণ হতে চলেছে, বলেছেন তিনি।

ত্রিপুরায় যেখানে আনারস বিক্রি হয় কেজি পিছু ৫ থেকে ৯ টাকায় সেখানে কৃষকদের কাছ থেকে সরাসরি আনারস কেনা হয়েছে ২১ টাকা কেজি দরে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, ইজরায়েল ও ব্রিটেন আনারস কিনতে আগ্রহ প্রকাশ করেছে। বিদেশে রপ্তানি করা ছাড়াও একইসঙ্গে দেশের বাজার খোঁজার চেষ্টা হবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

English summary
Tripura sent the first consignment of one tonne Queen variety of pineapples to Dubai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X