For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রসার ভারতীর ফরমানে বাদ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর স্বাধীনতার ভাষণ, মোদীকে তোপ ইয়েচুরির

স্বাধীনতা দিবসের দিন ভাষণ বিতর্কে জড়াল দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিও। ১৫ অগাস্ট ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের ভাষণ সম্প্রচার করেনি প্রসার ভারতীর অধীনস্থ সংস্থা দুটি

  • |
Google Oneindia Bengali News

স্বাধীনতা দিবসের দিন ভাষণ বিতর্কে জড়াল দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিও। প্রথা মতো স্বাধীনতা দিবসের দিন নির্দিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীরা রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। সেই ভাষণ নির্দিষ্ট রাজ্যে সম্প্রচার করে দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিও। ১৫ অগাস্ট ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের ভাষণ সম্প্রচার করেনি প্রসার ভারতীর অধীনস্থ সংস্থা দুটি।

বিষয়টিকে অগণতান্ত্রিক, স্বৈরাচারী এবং অসহনীয় বলে বর্ণনা করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। যদিও এখনও এবিষয়ে প্রতিক্রিয়া জানায়নি প্রসারভারতী কর্তৃপক্ষ।

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ভাষণ বিতর্ক, মোদীকে তোপ ইয়েচুরির

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বক্তব্যে, কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনার সঙ্গে দেশে সংখ্য়ালঘুদের অবস্থা নিয়েও প্রশ্ন তোলা হয়।

ত্রিপুরা সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, দূরদর্শন এবং এআইআর মুখ্য়মন্ত্রী মানিক সরকারের বক্তব্য রেকর্ড করেছিল ১২ অগাস্ট। ১৪ অগাস্ট সন্ধে সাতটা নাগাদ মুখ্যমন্ত্রীর অফিসকে চিঠি দিয়ে জানানো হয়, মুখ্যমন্ত্রীর বক্তব্য 'রিসেপড' না করলে তা সম্প্রচার করা যাবে না। চিঠিতে আরও জানানো হয়, মুখ্যমন্ত্রীর বার্তা খুব ভাল ভাবে পর্যবেক্ষণ করেছে কর্তৃপক্ষ। অনুষ্ঠানে পবিত্রতা এবং সম্প্রচারের নীতি এবং পাবলিক ব্রডকাস্টার হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে বর্তমান ফর্মাটে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বক্তব্য সম্প্রচার করা সম্ভব নয়। চিঠিতে জানানো হয়, মুখ্যমন্ত্রী যদি তাঁর দেওয়া বার্তা পরিবর্তনে রাজি থাকেন, তাহলে দূরদর্শন/ প্রসারভারতী সেটির সম্প্রচার করবে।

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ভাষণ বিতর্ক, মোদীকে তোপ ইয়েচুরির

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর অফিস জানিয়েছে, তাঁর দেওয়া বার্তার কোনও একটি শব্দের পরিবর্তন করবেন না মুখ্যমন্ত্রী, তা জানিয়ে দেওয়া হয়। বিষয়টিকে অগণতান্ত্রিক, স্বৈরাচারী এবং অসহনীয় বলে বর্ণনা করা হয়েছে মুখ্যমন্ত্রীর অফিস থেকে।

ঘটনার কড়া নিন্দা করেছেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। দূরদর্শন বিজেপি-আরএসএস-এর ব্যক্তিগত সম্পত্তি নয় বলেও মন্তব্য করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীর সঙ্গে বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছেন বলে অভিযোগ করেছেন সীতারাম ইয়েচুরি। সিপিএম পলিটব্যুরো তরফ থেকেও বিষয়টির কড়া নিন্দা করা হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কড়া শাস্তির দাবি করেছে সিপিএম।

সামনের বছরের শুরুতেই ত্রিপুরা বিধানসভার নির্বাচন। সেদিকে নজরে রেখে ঘর গোছাতে নেমেছে বিজেপি। ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূলের ছয় বিধায়ক। সেদিক থেকে বলতে গেলে প্রসারভারতীর এই পদক্ষেপকে বিজেপির ত্রিপুরা দখলের ব্লুপ্রিন্টের অন্যতম একটা পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

English summary
Tripura Chief Minister alleges Doordarshan, AIR refused to broadcast his independence-day speech
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X