For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টাকাতেও কি ছড়ায় করোনা? স্বাস্থ্যমন্ত্রকের কাছে সুনিশ্চিত ব্যাখ্যা চেয়ে আবেদন ব্যবসায়ী সংগঠনের

টাকাতেও কি ছড়ায় করোনা? স্বাস্থ্যমন্ত্রকের কাছে সুনিশ্চিত ব্যাখ্যা চেয়ে আবেদন ব্যবসায়ী সংগঠনের

Google Oneindia Bengali News

টাকার মাধ্যমে কী ছড়ায় করোনা ভাইরাস। স্বাস্থ্য মন্ত্রকের কাছে জানতে চাইল ব্যবসায়ী সংগঠনগুলি। আনলক ১ শুরু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গোটা দেশের খুলে গিয়েছে দোকান বাজার। ক্রেতারাও কেনাকাটা শুরু করেছেন। সামাজিক সুরক্ষা বিধি মেনে চললেও টাকা লেনদেন কতটা নিরাপদ তা নিয়ে সংশয়ে রয়েছে ব্যবসায়ীরা।

টাকা কী করোনার বাহক

টাকা কী করোনার বাহক

টাকার মাধ্যমে কি করোনা ভাইরাস ছড়ায় এই নিয়ে উদ্বেগে রয়েছে ব্যবসায়ীরা। কারণ দোকান বাজার খুলে গিয়েছে এই পরিস্থিতিতে সুরক্ষা বিিধ মেনে চললেও টাকার লেনদেন চলছেই। সেক্ষেত্রে যদি টাকার মাধ্যমে করোনা ভাইরাস ছড়ায় তাহলে কোনও ভাবেই সংক্রমণ রোখা যাবে না। তাই এই নিয়ে আশঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা।

স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি

স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি

করোনা ভাইরাস কি টাকার মাধ্যমেও ছড়ায়। তার স্পষ্ট ব্যাখ্যা চেয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে চিঠি দিলেন ব্যবসায়ী সংগঠন অল ইন্ডিয়ান ট্রেডার্স। চিঠিতে তাঁরা জানতে চেয়েছেন টাকার মাধ্যমে করোনা ভাইরাস ছড়ানোর কোনও বিপদ আছে কিনা। সংস্থার সাধারণ সম্পাদক প্রবীণ খান্ডেলওয়াল জানিয়েছেন, একাধিক সংবাদ মাধ্যমে খবর সম্প্রচার হচ্ছে টাকার মাধ্যমে করোনা ভাইরাস ছড়াতে পারে। এর সত্যতা কতটা রয়েছে সেটা জানা অত্যন্ত জরুরি।

টাকায় ছড়ায় ভাইরাস

টাকায় ছড়ায় ভাইরাস

২০১৫ সালে কিং জর্জ মেডিেকল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছিল যে তাঁদের সংগৃহীন ৯৬টি ব্যাঙ্ক নোট এবং ৪৮টি কয়েন ভাইরাস ব্যপকভাবে ছড়িয়ে রয়েছে। শুধু ভাইরাস নয়, ফাঙ্গাস ব্যাক্টেরিয়াও রয়েছে। কারণ একাধিক হাতে ঘোরে টাকা এবং পয়সা।

করোনা সংক্রমণ দেশে

করোনা সংক্রমণ দেশে

করোনা সংক্রমণ ছড়ানোর সঙ্গে সঙ্গে দেশবাসীকে বেশি করে িডজিটাল ব্যবস্থার মাধ্যমে লেনদেন করার পরামর্শ গিয়েছিল স্বাস্থ্য মন্ত্রক। সেটা দেখেও আরও টাকায় করোনা ভাইরাস ছড়ানোর সম্ভাবনা রয়েছে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেই ব্যবসায়ী সংগঠনের এই চিঠি বলে মনো করা হচ্ছে।

আর্থিক মন্দার জেরে অ্যাটলাসের শেষ সাইকেল কারখানারও ঝাপ বন্ধ, পথে বসলেন প্রায় ৪০০ কর্মীআর্থিক মন্দার জেরে অ্যাটলাসের শেষ সাইকেল কারখানারও ঝাপ বন্ধ, পথে বসলেন প্রায় ৪০০ কর্মী

English summary
Treders body want to know from health ministry about coronavirus spread through currency,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X