For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একমাসেই মোট জিএসটি সংগ্রহ হয়েছে এক লক্ষ কোটিরও বেশি, জানিয়েছে অর্থ মন্ত্রক

একমাসেই মোট জিএসটি সংগ্রহ হয়েছে এক কোটিরও বেশি, জানিয়েছে অর্থ মন্ত্রক

Google Oneindia Bengali News

এ বছরের ফেব্রুয়ারি মাসে পণ্য ও পরিষেবা কর (‌জিএসটি)‌ সংগ্রহ হয়েছে মোট ১,০৫,৩৬৬ কোটি টাকা। জানিয়েছেন অর্থমন্ত্রী।

বেড়েছে দেশীয় লেনদেনে রাজস্ব

বেড়েছে দেশীয় লেনদেনে রাজস্ব

মোট জিএসটি সংগ্রহের বাইরেও কেন্দ্রীয় জিএসটি (‌সিজিএসটি)‌ ২০,৫৬৯ কোটি ও রাজ্যস্তরের জিএসটি (‌এসজিএসটি)‌ মোট ২৭,৩৪৮ কোটি ও সমন্বিত জিএসটি (‌আইজিএসটি)‌ ৪৮,৫০৩ কোটি সংগ্রহ হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পক্ষ থেকে জানা গিয়েছে, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে দেশীয় লেনদেন থেকে জিএসটির রাজস্ব আয় গত বছরের ফেব্রুয়ারির রাজস্বের তুলনায় ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

পণ্য আমদানিতে জিএসটি বেড়েছে

পণ্য আমদানিতে জিএসটি বেড়েছে

পণ্য আমদানির ক্ষেত্রে এ বছরের ফেব্রুয়ারিতে যে পরিমাণ জিএসটি সংগ্রহ হয়েছে তা গত বছরের জিএসটির তুলনায় ৮ শতাংশ বেশি বলে জানা গিয়েছে। যদিও এই মাসে, পণ্য আমদানিতে জিএসটি ২০১৯ সালের ফেব্রুয়ারির তুলনায় ২ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি দেখিয়েছে। মন্ত্রকের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত জিএসটিআর ৩বি রিটার্ন দাখিল করার মোট সংখ্যা ৮৩ লক্ষ।

জিএসটিতে সেটলমেন্ট

জিএসটিতে সেটলমেন্ট

সেটলমেন্ট সম্পর্কে কথা বলার সময় প্রেস নোটে যোগ করা হয়েছে, ‘‌সরকার সিজিএসটিতে ২২,৫৮৬ কোটি এবং এসজিএসটি ১৬,৫৫৩ কোটি টাকা আইজিএসটিতে নিয়মিত সেটলমেন্ট হিসাবে বরাদ্দ করেছে। ফেব্রুয়ারি মাসে নিয়মিত সেটলমেন্টের পরে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলি থেকে প্রাপ্ত মোট রাজস্ব আদায় হয়েছিল সিজিএসটির জন্য ৪৩,১৫৫ কোটি এবং এসজিএসটির জন্য ৪৩,৯০১ কোটি টাকা।'‌

আদি তৃণমূল নেতাদের মূলস্রোতে ফেরার ডাক মমতার, নতুনদের দিলেন একতার বার্তাআদি তৃণমূল নেতাদের মূলস্রোতে ফেরার ডাক মমতার, নতুনদের দিলেন একতার বার্তা

English summary
Taking into account the GST collected from import of goods, the total revenue during February 2020 has increased by 8 per cent in comparison to the revenue during February 2019.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X