For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌নির্ভয়া ফান্ডের অর্থে এ রাজ্যে মহিলাদের অভিযোগ শুনতে তৈরি হচ্ছে কল সেন্টার

‌নির্ভয়া ফান্ডের অর্থে এ রাজ্যে মহিলাদের অভিযোগ শুনতে তৈরি হচ্ছে কল সেন্টার

Google Oneindia Bengali News

হায়দরাবাদে গণধর্ষণ ও খুনের হাড়হিম করা ঘটনার পর দেশের সব রাজ্যগুলিই মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিভিন্ন ধরনের উপায় নিয়ে আসছে। ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গও। রাজ্যে মহিলাদের ওপর অপরাধের অভিযোগ শোনার জন্য গড়ে তোলা হচ্ছে কল সেন্টার। যেখানে টোল–ফ্রি নম্বরে ফোন করে মহিলারা তাঁদের অভিযোগ জানাতে পারবেন। এই কল সেন্টারের জন্য কিছুটা অর্থ নেওয়া হবে কেন্দ্রের নির্ভয়া তহবিল থেকে। যে অর্থটি বহুদিন ধরে অব্যবহৃত হয়ে পড়ে রয়েছে।

‌নির্ভয়া ফান্ডের অর্থে এ রাজ্যে মহিলাদের অভিযোগ শুনতে তৈরি হচ্ছে কল সেন্টার


রাজ্য সরকারের পক্ষ থেকে জানা গিয়েছে, '‌এই অভিযোগ জানানোর জন্য টোল–ফ্রি নম্বর থাকবে। একবার কল রিসিভ হয়ে যাওয়ার পর কল সেন্টারের এক্সিকিউটিভ সঙ্গে সঙ্গে ওই এলাকার পুলিশ স্টেশনে দ্রুত খবর পাঠাবে।’‌ নির্ভয়া তহবিলের ৪০ শতাংশ অর্থ রাজ্য সরকার কেন্দ্রের কাছ থেকে এই উদ্দেশ্য সফল করার জন্য নেবে, বলে জানান ওই আধিকারিক। প্রসঙ্গত, হায়দরাবাদের ঘটনা দেশজুড়ে সতর্কতা জারি করে দিয়েছে। মহিলাদের সুরক্ষায় নিত্য নতুন পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকারগুলি। মহিলাদের নিরাপত্তা যাতে কোনওভাবে বিঘ্নিত না হয় তার জন্য কলকাতা পুলিশ ও পুলিশ প্রশাসন বিভিন্ন এলাকায় পুলিশি নজরদারি বাড়িয়ে দিয়েছে।

কলকাতা পুলিশ সিসি ক্যামেরা বিভিন্ন রাস্তায় বসালেও আরও সিসি ক্যমেরা বসানোর পরিকল্পনা করেছে। এর পাশাপাশি, মহিলাদের সুরক্ষার জন্য আলাদা মোবাইল শৌচালয়ও চালু করা হবে। শহরে মেয়েদের সুরক্ষা নিশ্চিত করতে কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা সম্প্রতি এক বৈঠক ডাকেন। তিনি বৈঠকে বলেন, '‌শহরের শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যস্ত রাস্তাগুলিতে আরও সিসি ক্যামেরা বসানোর চিন্তা–ভাবনা চলছে। এছাড়াও বিভিন্ন বাজার সংলগ্ন এলাকায় মোবাইল শৌচালয় চালু করা হবে মহিলাদের জন্য’‌। এছাড়াও পুলিশের পক্ষ থেকে মহিলাদের শ্রদ্ধা করা উচিত পুরুষদের এ সংক্রান্ত শিবিরের উদ্যোগ নেওয়া হয়। এগুলি ছাড়াও কলকাতা পুলিশ গত দু’‌বছর ধরে শুরু করেছে '‌তেজস্বিনী’‌। যেখানে মহিলাদের আত্ম–সুরক্ষার প্রশিক্ষণ দেন কলকাতা পুলিশের আধিকারিকেরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে মহিলাদের অভিযোগ না নেওয়া হলে সংশ্লীষ্ট অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

ফের সভাপতি পদে ফিরছেন রাহুল, প্রস্তুতি শুরু কংগ্রেস শিবিরেফের সভাপতি পদে ফিরছেন রাহুল, প্রস্তুতি শুরু কংগ্রেস শিবিরে

English summary
“Once a call is received, the executives at the call centre will alert the police station concerned in the districts for prompt action
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X