For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতকে ২০০ বছর শাসন করেছে আমেরিকা! পরপর বিতর্কিত মন্তব্যে শিরোনামে তীরথ সিং রাওয়াত

Google Oneindia Bengali News

গত কয়েকদিন ধরেই বিতর্কিত নানা মন্তব্য করে খবরের শিরোনামে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত৷ মেয়েদের ছেঁড়া জিনস পরা নিয়ে আপত্তি তোলায় সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি৷ চাপের মুখে সেই মন্তব্যের জন্য ক্ষমা চাইলেও তিনি যে চুপ করে থাকার মানুষ নন, আবারও বুঝিয়ে দিলেন৷ এ বার তাঁর নবতম সংযোজন আরও বড় বিতর্কের জন্ম দিয়েছে৷

'ভারতকে ২০০ বছর শাসন করেছে আমেরিকা'

'ভারতকে ২০০ বছর শাসন করেছে আমেরিকা'

রামগড়ের একটি সভায় তিনি বলেন, ভারতকে ২০০ বছর শাসন করেছে আমেরিকা৷ এখানেই শেষ নয়, স্ত্রী-বিদ্বেষী মন্তব্য করে দেশজুড়ে সবার বিরাগভাজন হয়েছেন তিনি৷ তিনি বলেছিলেন, 'ছেঁড়া জিনস পরে খালি হাঁটু দেখানোর অর্থ, ধনী শিশুদের পশ্চিমি সভ্যতাকে অনুসরণ করা, যেখানে পশ্চিমি দেশগুলি এখন আমাদের অনুসরণ করছে৷'

'ছেঁড়া জিনস সামাজিক অবক্ষয়ের পথ প্রশস্ত করছে'

'ছেঁড়া জিনস সামাজিক অবক্ষয়ের পথ প্রশস্ত করছে'

রাওয়াত আরও বলেন, 'ছেঁড়া জিনস সামাজিক অবক্ষয়ের পথ প্রশস্ত করছে এবং সন্তানদের উপর খারাপ দৃষ্টান্ত স্থাপন করছেন তাদের বাবা-মায়েরা৷' এই মন্তব্যের পরই রিপড জিনস হ্যাশট্যাগ সহযোগে ছেঁড়া জিনস পরা ছবি পোস্ট করার ধূম পড়ে যায়৷ তীব্র ভাষায় রাওয়াতের সমালোচনা করেন নেটিজেনরা৷

'বেশি রেশন পেতে হলে ২০টি সন্তানের জন্ম দিন'

'বেশি রেশন পেতে হলে ২০টি সন্তানের জন্ম দিন'

এদিকে গরিব মানুষদের প্রতি রাওয়াতের পরামর্শ, 'বেশি রেশন পেতে হলে ২০টি সন্তানের জন্ম দিন৷' উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলেছেন, 'প্রত্যেক গৃহস্থকে ৫ কেজি রেশন দেওয়া হচ্ছে ৷ যদি একটি বাড়ির ১০ জন ৫০ কেজি পান, তাহলে ২০ জন এক ক্যুইন্টাল পাবেন৷ কিন্তু ২ জন যেখানে ১০ কেজি পাচ্ছেন, সেখানে ২০ জন এক ক্যুইন্টাল পেলে অনেকে হিংসা করেন ৷ কেন ? যখন সময় ছিল, তখন আপনি মাত্র ২টি সন্তানের জন্ম দিয়েছেন...কেন ২০টির দেননি?'

বেশি বাচ্চার জন্ম দেওয়ার নিদান দিয়েছেন রাওয়াত

বেশি বাচ্চার জন্ম দেওয়ার নিদান দিয়েছেন রাওয়াত

দেশে করোনাকালে গরিবদের জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় দেশের প্রত্যেক গৃহস্থকে বিনামূল্যে রেশনের ব্যবস্থা করা হয়েছে৷ এক জনের জন্য দেওয়া হচ্ছে পাঁচ কেজি খাদ্যশস্য ও এক কেজি ডাল৷ সরকারি প্রকল্পের সেই রেশন পাওয়ার জন্য গরিব মানুষদের বেশি বাচ্চার জন্ম দেওয়ার নিদান দিয়েছেন রাওয়াত৷ একজন মুখ্যমন্ত্রী হিসেবে এ কথা বলার সময়, জনসংখ্য়া, পরিবেশের ভারসাম্য, এ সব কোনও কিছুই মাথায় রাখেননি তিনি৷

English summary
Tirath Singh Rawat now said that India was ruled over by USA for more than 200 years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X