For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পাকিস্তানের সঙ্গে আলাপ-আলোচনার দিন শেষ', কড়া ইঙ্গিত দিলেন ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

পাকিস্তানের সঙ্গে সমস্ত রকমের আলোচনার সম্ভাবনা একপ্রকার উড়িয়েই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের সঙ্গে সমস্ত রকমের আলোচনার সম্ভাবনা একপ্রকার উড়িয়েই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুলওয়ামা হামলার পর কোনওরকম আলোচনার পথ আর খোলা নেই। মোদী এদিন বলেন, পুলওয়ামায় নৃশংস হামলারই দেখাচ্ছে পাকিস্তানের সঙ্গে কথা বলার সময় ফুরিয়েছে।

পাকিস্তানের সঙ্গে আলাপ-আলোচনার দিন শেষ, কড়া ইঙ্গিত দিলেন ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

বিশ্বের সমস্ত দেশকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হতে আহ্বান জানিয়ে মোদী বলেছেন, জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সঙ্কোচ করার অর্থ হল সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া।

এদিন আর্জেন্তিনার প্রেসিডেন্ট মৌরিসিও ম্যাকরির ভারত সফর উপলক্ষ্যে দুই দেশের আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেছেন মোদী। জি২০ গোষ্ঠীর সদস্য হিসাবে হ্যামবার্গ নেতাদের বক্তব্যের ১১টি পয়েন্ট মাথায় রাখতে উপদেশ দিয়েছেন মোদী।

পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় ৪৯ জন সিআরপিএফ জওয়ান শহিদ হন। তারপরে বক্তব্য রাখতে গিয়ে নাম না করে পাকিস্তানকে তীব্র ভাষায় ধিক্কার জানান নরেন্দ্র মোদী। জানিয়ে দেন, সারা দেশ একই ভাবনায় নিমজ্জিত রয়েছে। রক্ত গরম রয়েছে। সেনাকেও সমস্ত ছাড় দেওয়া আছে। অর্থাৎ পাকিস্তানকে ছেড়ে কথা না বলার সুরই শোনা যায় প্রধানমন্ত্রীর কণ্ঠে। আর এদিনও যে ভাষাতে পাকিস্তানকে নিয়ে কথা বললেন মোদী তাতে ভারত যে আগামিদিনে কড়া পদক্ষেপ করতে চলেছে তা বলাই যায়।

English summary
Time for talks with Pakistan is over, says PM Modi on Pulwama attack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X