For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আক্রান্ত রোগীদের জন্য তিন শ্রেণীর সুবিধা নিয়ে আসল স্বাস্থ্য মন্ত্রক

করোনা আক্রান্ত রোগীদের জন্য তিন শ্রেণীর সুবিধা নিয়ে আসল স্বাস্থ্য মন্ত্রক

Google Oneindia Bengali News

মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে ভারতের করোনা ভাইরাস সঙ্কট নিয়ে এক নির্দেশিকা নিয়ে আসা হল। সেই নথি অনুযায়ী, কোভিড–১৯–এর বিভিন্ন বিভাগের রোগীদের জন্য তিনটি শ্রেণীর সুবিধা রাখা হয়েছে।

তিন শ্রেণীর সুবিধা

তিন শ্রেণীর সুবিধা

প্রথমত, কোভিড কেয়ার কেন্দ্রগুলি কেবলমাত্র কোভিড সন্দেহভাজন কেসে হালকা বা খুব হালকা কেস হিসাবে চিকিৎসাভুক্ত করা হয়েছে সেই ক্ষেত্রে যত্ন নেবে, বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। স্বাস্থ্য মন্ত্রক থেকে এও বলা হয় যে কোভিড কেয়ার কেন্দ্রগুলি অস্থায়ী সুবিধাযুক্ত হতে পারে বা সরকারী / বেসরকারী সুবিধা যেমন হস্টেল / স্কুল / হোটেল হতে পারে। কোয়ারান্টাইন কেন্দ্রগুলিকেও কোভিড কেয়ার সেন্টার হিসাবে উন্নীত করা যায়। দ্বিতীয় শ্রেণীর সুযোগের বিষয়ে মন্ত্রক জানিয়েছে তা হল কোভিড স্বাস্থ্য কেন্দ্র, যে সব কেসগুলি মাঝামাঝি অবস্থায় রয়েছে ও চিকিৎসা চলছে তার ওপর নজর রাখা। এই সংক্রমণকে রোধ করার জন্য কোনও হাসপাতাল বা হাসপাতালের কোনও ব্লককে উৎসর্গকৃত করতে হবে। তৃতীয় শ্রেণির সুবিধাগুলি হল কোভিড হাসপাতাল, যা প্রাথমিকভাবে তাদের জন্য কোভিড-১৯ এর গুরুতর বা গুরুতর কেস হিসাবে ভর্তি করা হয়েছে, সেইসব রোগীদের ব্যাপক যত্ন প্রদান করবে।

রাজ্যকে নির্দেশ কেন্দ্রের

রাজ্যকে নির্দেশ কেন্দ্রের

মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা প্রত্যেকটি রাজ্যকে কোভিড কেয়ার সেন্টার সহ কোভিড কেয়ার হাসপাতাল ও কোভিড কেয়ার স্বাস্থ্য কেন্দ্র সনাক্ত করে রাখতে বলেছি, কারণ তাহলে এই সব ক্ষেত্রে একটা স্পষ্ট ধারণা যেমন থাকবে তেমনি রোগীকে দরকার পড়লে স্থানান্তরও করা যাবে।'‌ ‌

নতুন করে মৃত্যু আটজনের

নতুন করে মৃত্যু আটজনের

গত ২৪ ঘণ্টায় করোমা ভাইরাসে মৃত্যু হয়েছে আটজনের ও ৩৫৪টি নতুন কেস রিপোর্ট হয়েছে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪,৪২১, জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

English summary
The Health Ministry on Tuesday came out with a guidance document on the coronavirus crisis in India. As per the document, there will be three classes of facilities for various categories of COVID-19 patients.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X