For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা রুখতে স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা টুইটারে শেয়ার করলেন খোদ প্রধানমন্ত্রী

  • |
Google Oneindia Bengali News

গোটা দেশজুড়ে ইতিমধ্যেই ব্যাপক আকার ধারণ করেছে করোনা আতঙ্ক। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র সরকারের তরফে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।

করোনা রুখতে স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা টুইটারে শেয়ার করলেন খোদ প্রধানমন্ত্রী


পাশাপাশি এদিন খোদ প্রধানমন্ত্রীও একটি টুইটারে স্বাস্থ্যমন্ত্রকের গৃহবন্দী সম্পর্কিত নির্দেশিকাটি শেয়ার করেন। সেখানে প্রাণঘাতী করোনাকে ঠেকাতে অন্যতম সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে গৃহবন্দির উপর জোর দিতে দেখা যায় তাকে। ওই নির্দেশিকায় বলা হয়, “হোম কোয়েরেন্টাইন বা ব্যক্তিগত নজরবন্দী মূলত এই ছোঁয়াচে ভাইরাসের হাত থেকে নিজেকে এবং আপনার প্রিয়জনকে রক্ষা করার জন্যই একটি সতর্কতামূলক ব্যবস্থাপনা।"

অন্যদিকে করোনা প্রতিরোধে রাজ্যেও সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় গুলি আগামী ৩১শে মার্চ অব্দি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে স্বাস্থ্য মন্ত্রকের এই নির্দেশিকায় আরও বলা হয়, যাদের এই গৃহবন্দী অবস্থায় নজরদারীতে রাখা হচ্ছে তাদের অবশ্যই একটি খোলামেলা ভালো ঘরে রাখতে হবে। বিশেষত একটি সংযুক্ত ও পৃথক শৌচালয় থাকা আবশ্যক।

পরিবারের অন্য সদস্যকে সেই ঘরে থাকার প্রয়োজন হয় সেক্ষেত্রে করোনা আক্রমণের সম্ভাবনাময় ব্যক্তির থেকে কমপক্ষে ১মিটার দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও যে ব্যক্তি কোয়ারেন্টাইনে থাকছেন তাদের বয়স্ক, গর্ভবতী মহিলা, শিশু ও বাড়ির দুর্বল স্বাস্থ্যের যে কোনও ব্যক্তির থেকে দূরে থাকতেও বলা হয়েছে।

English summary
Prime Minister Modi shared the Health Ministry's home quarantine guidance on Twitter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X