For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যা রায়ের পুনর্বিবেচনার আবেদন নিয়ে আজ সিদ্ধান্ত নেবে মুসলিম ল বোর্ড

অযোধ্যার বিতর্কিত জমি মামলায় মসজিদ তৈরির জন্য পৃথকভাবে ৫ একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই রায়ের পুনর্বিবেচনার আর্জি জানানো হবে কিনা তা নিয়ে আজ বৈঠকে বসতে চলেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সো

Google Oneindia Bengali News

অযোধ্যার বিতর্কিত জমি মামলায় মসজিদ তৈরির জন্য পৃথকভাবে ৫ একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই রায়ের পুনর্বিবেচনার আর্জি জানানো হবে কিনা তা নিয়ে আজ বৈঠকে বসতে চলেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। এই নিয়ে পর্যালোচনা করতে শনিবারই সব মুসলিম সংগঠনকে নিয়ে বৈঠক করেছে তারা। সুপ্রিম কোর্টের রায়ে স্বচ্ছতা নেই দাবি করে এই রায়ের পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন জাফরিয়াব জিলানি। রায় বেরোনোর পরেই পার্সোনাল মুসলিম ল বোর্ডের পক্ষ থেকে এই রায়ের পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছিল।

অযোধ্যা রায়ের পুনর্বিবেচনার আবেদন নিয়ে আজ সিদ্ধান্ত নেবে মুসলিম ল বোর্ড

সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির বেঞ্চ অযোধ্যার বিতর্কিত জমিতে মন্দির তৈরির নির্দেশ দিয়ে মসজিদ তৈরির জন্য পৃথক ৫ একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছিল। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রত্নতাত্বিক নথি পেশ করে বলা হয়েছিল মন্দির ভেঙে সেখানে মসজিদ তৈরি হয়েছিল। আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে মসজিদের নীচে যে প্রাচীন প্রত্নতাত্বিক নিদর্শন পাওয়া গিয়েছে তার স্থাপত্যের সঙ্গে মুঘল স্থাপত্যের কোনও মিল নেই। কাজেই এই জায়গায় আগে মন্দির ছিল। সেকারণেই এই জমিতে মন্দির তৈরির নির্দেশ দেয় প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ।

এগিকে ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তি। তার আগে অযোধ্যার নিরাপত্তা জোরদার করা হয়েছে। যদিও ২৮ ডিসেম্বর পর্যন্ত অযোধ্যা সবরকম ধর্মীয় অনুষ্ঠান এবং জলসা বন্ধ রয়েছে। এমনকী কোনো পোস্টার ব্যানার দেওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চারটি জোন তৈরি করে নিরাপত্তার বেষ্টনিতে বাঁধা হয়েছে অযোধ্যাকে। রেড জোন বিতর্কিত ২.৭৭ একর জমি। গোটা শহর রয়েছে হলুদ জোনে। অযোধ্যা জেলাকে সবুজ জোন বলে ঘোষণা করা হয়েছে। আর অযোধ্যা সংলগ্ন এলাকাকে নীন জোন হিসেবে ধরা হয়েছে।

English summary
The Muslim Law Board will decide today on the review of Ayodhya judgment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X