For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে সবচেয়ে বেশি মোবাইল বিজ্ঞাপন প্রতারণা হয়, জানাচ্ছে সমীক্ষা

ভারতে সবচেয়ে বেশি মোবাইল বিজ্ঞাপন প্রতারণা হয়, জানাচ্ছে সমীক্ষা

Google Oneindia Bengali News

মোবাইল বিজ্ঞাপন প্রতারণা ঘুম কেড়ে নিয়েছে বিপণনকারীদের। এশিয়ান দেশগুলির মধ্যে মোবাইল বিজ্ঞাপন প্রতারণায় শীর্ষে র‌য়েছে ভারত।

ভারতে সবচেয়ে বেশি মোবাইল বিজ্ঞাপন প্রতারণা হয়, জানাচ্ছে সমীক্ষা


এই বিজ্ঞাপন প্রতারণা বিপণনকারীদের কাছে এক হুমকির সমকক্ষ। মোবাইল মার্কেটিং অ্যাসোসিয়েশন এক সমীক্ষায় জানতে পেরেছে যে ভারতীয় বিপণনকারীরা তাদের বিজ্ঞাপন বাজেটের প্রায় ২০ ভুয়ো বিজ্ঞাপনে ব্যয় করে। বড় ধরনের ভুয়ো বিজ্ঞাপনের মধ্যে প্রধান হল কুকি স্টাফিং, অ্যাডওয়্যার ট্রাফিক, ডেটা জালিয়াতি ও অ্যাড ইঞ্জেকশন। এরমধ্যে তিন ধরনের জালিয়াতি সবচেয়ে বেশি দেখা যায়। তবে ভারতে এই তিনটে বিজ্ঞাপন জালিয়াতির ঝুঁকি রয়েছে। এর মধ্যে রয়েছে, ট্র্যাফিক জালিয়াতি, যা ইমপ্রেশনগুলিকে বাড়াতে চায় এবং কটা ওয়েবসাইটে ক্লিক করা হল তা গণনা করে। মিসরিপ্রেজেন্টেশান জালিয়াতি বিজ্ঞাপনগুলি ভুয়োভাবে সাইট তৈরি করে বা বিজ্ঞাপন সংক্রান্ত মিথ্যা খবর দেয়। এই বিজ্ঞাপনগুলি অন্য বিজ্ঞাপন স্টক এবং ডিভাইস হাইজ্যাক করে, ডিভাইসের লোকেশন, কুকি–লেভেল তথ্য সব নিয়ে নেয়।

প্রায় ৯৫ শতাংশ ভারতীয়রা মনে করেন যে জরিমানার অভাব এবং বিজ্ঞাপন ক্ষেত্রের নিয়ন্ত্রণে স্বচ্ছতার অভাবের কারণেই এই বিজ্ঞাপন প্রতারণা হয়। তথ্য আদান–প্রদানের অভাব এবং বড় অংশের মধ্যস্থকারী ব্যক্তিরা এই ভুয়ো বিজ্ঞাপনের সঙ্গে জড়িত রয়েছে। এমএমএ ইন্ডিয়ার দেশের প্রধান মনেকা খুরানা বলেন, '‌ভারতে বিজ্ঞাপন জালিয়াতির ঝুঁকি সম্পর্কে সচেতনতা খুব কম। বিপণনকারীদের প্রায় এক পঞ্চমাংশের মধ্যে বিজ্ঞাপন জালিয়াতির বাজেট সম্পর্কে অস্পষ্ট এবং তাদের বেশিরভাগ বিশ্বাস করে যে জালিয়াতি করে অর্থ বৃদ্ধি পাবে। বিজ্ঞাপনের ব্র‌্যান্ডের নিরাপত্তা এখন সবচেয়ে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এ বিষয়ে দ্রুত পদক্ষেপ করতে হবে।’‌

১ ডিসেম্বর থেকে বাড়বে মাসুল, খরচ বাড়তে চলেছে এয়ারটেল গ্রাহকদের১ ডিসেম্বর থেকে বাড়বে মাসুল, খরচ বাড়তে চলেছে এয়ারটেল গ্রাহকদের

পুরুষদের জন্মনিরোধক ইনজেকশন আসতে চলেছে ভারতেপুরুষদের জন্মনিরোধক ইনজেকশন আসতে চলেছে ভারতে

English summary
the most mobile advertising fraud in india claim survey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X