For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাভাবিক জীবনে ফেরার জন্য দেশবাসীর উদ্দেশ্যে ১২টি গুরুত্বপূর্ণ পরামর্শ জারি করেছে স্বাস্থ্য মন্ত্রক

স্বাভাবিক জীবনে ফেরার জন্য দেশবাসীর উদ্দেশ্যে ১২টি গুরুত্বপূর্ণ পরামর্শ জারি করেছে স্বাস্থ্য মন্ত্রক

Google Oneindia Bengali News

লকডাউনের পর প্রথম আনলক–পর্যায়ে পুনরায় চালু করার নির্দেশ দেওয়া হয়েছে রেস্তোরাঁ, ধর্মীয় স্থান ও অফিসগুলি। ৮ জুন অর্থাৎ সোমবার থেকেই দেশজুড়ে শপিং মল, রেস্তোরাঁ খুলে দেওয়ার কথা আগেই ঘোষণা করা হয়েছিল। বাইরে পা দেওয়ার আগে সংক্রমণের ঝুঁকি এড়াতে দেশবাসীর উদ্দেশ্যে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে কিছু নির্দেশিকা জারি করা হল।

স্বাভাবিক জীবনে ফেরার জন্য দেশবাসীর উদ্দেশ্যে ১২টি গুরুত্বপূর্ণ পরামর্শ জারি করেছে স্বাস্থ্য মন্ত্রক

এই নির্দেশগুলি মাথায় রেখে তবেই বাইরে পা দিন।

১)‌ শারীরিক সংস্পর্শ ছাড়া সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করুন। ছয় ফিটের দুরত্ব বজায় রাখুন সকলের থেকে।

২)‌ বাস স্ট্যান্ড সহ জন বহুল এলাকায় ছয় ফিটের দুরত্ব বজায় রেখে চলুন।

৩)‌ হাতে তৈরি পুনরায় ব্যবহারযোগ্য মুখের মাস্ক ব্যবহার করুন সর্বদা।

৪)‌ অযথ চোখ, মুখ ও নাক স্পর্শ থেকে বিরত থাকুন।

৫)‌ হাঁচি ও কাশির সময় মুখ ঢেকে রাখুন।

৬)‌ ঘন ঘন হাত ধুয়ে ফেলুন এবং তা সাবান ও জল দিয়ে অথবা অ্যালকোহল রয়েছে এমন স্যানিটাইজার দিয়ে।

৭)‌ তামাকজাত দ্রব্য চেবাবেন না ও জন বহুল এলাকায় থুতু ফেলবেন না।

৮)‌ প্রায়শই স্পর্শ করা বস্তুগুলিকে পরিষ্কার এবং জীবাণুমুক্ত করুন।

৯)‌ অপ্রয়োজনীয় সফর বন্ধ করুন।

১০)‌ কোভিড–১৯–এ আক্রান্ত ব্যক্তি, তাঁদের তত্ত্বাবধায়ক বা তার বিরুদ্ধে লড়াই করা ব্যক্তিদের নিয়ে বৈষম্য করবেন না।

১১)‌ সামাজিক অনুষ্ঠান যদি স্থগিত না রাখা যায় তবে সীমিত সংখ্যায় অতিথিদের ডাকুন।

১২)‌ জন সমাগম এলাকা থেকে নিজেকে দূরে রাখুন।

অসুস্থতাকে দূরে সরিয়ে রাখতে সামাজিক দুরত্ব ও পরিচ্ছন্নতা বজায় রেখে এই নিয়মগুলি অনুসরণ করতে হবে। আপনি যদি অফিসে যেতে শুরু করে দিয়েছেন তবে এই আগাম সতর্কতাগুলি মেনে চলুন। এর আগে, স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে ভাইরাসটির সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে রেস্তোরাঁ, ধর্মীয় স্থান, অফিস এবং শপিং মলগুলির জন্য বিশদ স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) জারি করেছিল।

করোনা সংক্রমিত হয়ে দিল্লির হাসপাতালে ভর্তি বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকরোনা সংক্রমিত হয়ে দিল্লির হাসপাতালে ভর্তি বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

English summary
Restaurants, places of worship and offices have been instructed to reopen in the first unlock phase after the lockdown. It was earlier announced that shopping malls and restaurants would be opened across the country from Monday, June 8
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X