For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার বদলে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে জায়গা পেল কলকাতা পোর্ট ট্রাস্ট

বাংলার বদলে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে জায়গা পেল কলকাতা পোর্ট ট্রাস্ট

Google Oneindia Bengali News

দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলার জায়গা না হলেও, জায়গা পেল কলকাতা পোর্ট ট্রাস্টের ট্যাবলো। জানা গিয়েছে, সম্প্রতি ১৫০ বছরে পা দিল কলকাতার ঐতিহ্যময় পোর্ট ট্রাস্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার নাম বদল করে জন সংঘের প্রতিষ্ঠাতা শ্যামা প্রসাদ মুখার্জির নামে রেখেছেন। জাহাজ মন্ত্রণালয়ের ট্যাবলোর সঙ্গেই কলকাতা পোর্ট ট্রাস্টের ট্যাবলোও থাকবে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে। এই বন্দরের ট্যাবলো গোটা দেশের কাছে তুলে ধরা হবে।

বাংলার বদলে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে জায়গা পেল কলকাতা পোর্ট ট্রাস্ট


ট্যাবলোতে দেখা যাবে, ভাসমান একটি জাহাজ সমুদ্রেরর ডকে, কলকাতার আইকনিক হাওড়া ব্রিজের পটভূমিতে শ্রমিক এবং ইঞ্জিনিয়াররা সাইটটিতে কাজ করছেন এবং রয়েছে কলকাতা পোর্ট ট্রাস্টের সেই পুরনো ক্লক টাওয়ার। ট্যাবলোর সামনে হিন্দি ও ইংরাজিতে লেখা থাকবে '‌কলকাতা পোর্ট ট্রাস্ট’‌, তার সঙ্গে '‌১৫০ বছরের গৌরবময় অতীত, স্পন্দনশীল ভবিষ্যত’‌ ট্যাগলাইন লেখা লোগো।

তবে কলকাতা পোর্ট ট্রাস্টের ট্যাবলো বাংলার তরফ থেকে নয়। এই ট্যাবলোর ভাবনা ফুটিয়ে তুলেছে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক। ২২টি ট্যাবলোর মধ্যে জাহাজ মন্ত্রকের পক্ষ থেকে কলকাতা পোর্ট ট্রাস্টের ট্যাবলোকে তুলে ধরা হবে। ২২টি ট্যাবলোর মধ্যে ১৬টি ট্যাবলো বিভিন্ন রাজ্যের এবং কেন্দ্রশাসিত অঞ্চলের এবং ছ’‌টি ট্যাবলো বিভিন্ন মন্ত্রক ও বিভাগের। বুধবার দিল্লি ক্যান্টনমেন্টের একটি অনুষ্ঠানে এই ট্যাবলোটি উন্মোচন করা হয়।

যদিও এর আগে বাংলার ভাবনা কন্যাশ্রী প্রকল্পের ট্যাবলোর প্রস্তাব খারিজ করেছিল কেন্দ্র সরকার। তারপরই শুরু হয়েছিল রাজনৈতিক মহলে টানাপোড়েন। রাজ্য সরকার দাবি করেন চক্রান্ত করেই তাঁদের ট্যাবলো বাতিল করেছে কেন্দ্র। যদিও কেন্দ্রের যুক্তি ছিল, ট্যাবলোয় নতুনত্ব ভাবনা না থাকায় ওই প্রস্তাব গ্রাহ্য হয়নি। এই ধরনের প্রকল্প কেন্দ্র সরকারেরও রয়েছে।

রূপাঞ্জনার পাশে এসে দাঁড়ালেন অরিন্দম শীলের স্ত্রী, ফেসবুকে বিস্ফোরক অভিযোগরূপাঞ্জনার পাশে এসে দাঁড়ালেন অরিন্দম শীলের স্ত্রী, ফেসবুকে বিস্ফোরক অভিযোগ

English summary
The float depicts a sea dock with labourers and engineers working on-site in the backdrop of the iconic Howrah Bridge of Kolkata, and the iconic clock tower of the Kolkata Port Trust
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X